নিজস্ব প্রতিবেদন: আগে ফ্যান ছিলেন, এবার প্রেমেই পড়ে গিয়েছেন! হ্যা, টলিউডের 'বার্বি' শ্রাবন্তী প্রেমে পড়েছেন স্বস্তিকার।
আরও পড়ুন- বুম্বা দা'র সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে নার্ভাস হয়েছি: স্বস্তিকা
এসভিএফ প্রযোজিত ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো ইতিমধ্যেই মুখে মুখে ভাইরাল। আট থেকে আশি, স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত দুপুর ঠাকুরপো দেখতে রাত বিরেতে হৈ চৈ অ্যাপে উঁকি দিচ্ছেন সবাই। দুপুর ঠাকুরপো'র বউদিমণির প্রেমে বুঁদ কলকাতার উনিশ কুড়ি। 'সেক্সি স্বস্তিকা'র প্রেমে হাবুডুবু খাওয়া থেকে নিজেকে সামলাতে পারেননি টলি নায়িকা শ্রাবন্তীও। আকাশছোঁয়া সাফল্যে পৌঁছানো দুপুর ঠাকুরপো নিয়ে বলতে গিয়ে শ্রাবন্তী জানালেন, "স্বস্তিকা দি'র ফ্যান হয়ে গিয়েছি। আগেও ছিলাম... এত সেক্সি লেগেছে, এত সুন্দর লেগেছে, আমার ভীষণ ভাল লেগেছে।"
আরও পড়ুন- ''মা, তোমরা বড় হয়ে উঠেছ", দুপুর ঠাকুরপো দেখে মন্তব্য স্বস্তিকা কন্যার
.@srabantismile has a message for you! #hoyejak #hoichoi!
— Hoichoi (@hoichoitv) November 23, 2017
Download the hoichoi App from Google Play / Apple App Store and subscribe now to watch amazing new web series, movies and more.@SVFsocial pic.twitter.com/0tMKER7fVA