Home> বিনোদন
Advertisement

Srijato:স্মিথের থাপ্পড়ের বিরোধিতায় শ্রীজাত, বগটুই কাণ্ড টেনে কবির 'শিরদাঁড়া' নিয়ে কটাক্ষ নেটিজেনদের

অসংখ্য নেটিজেন স্মিথের চড়কে সমর্থন করে বেছে নিয়েছেন শ্রীজাতর(Srijato) লেখা লাইন,'তুমিও মানুষ, আমিও মানুষ, তফাত শুধু শিরদাঁড়ায়।' 

Srijato:স্মিথের থাপ্পড়ের বিরোধিতায় শ্রীজাত, বগটুই কাণ্ড টেনে কবির 'শিরদাঁড়া' নিয়ে কটাক্ষ নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন: অস্কারের(Oscar2022) মঞ্চে উইল স্মিথের(Will Smith) স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের(Jeda Smith) অসুখ নিয়ে ঠাট্টা করেন সঞ্চালক ক্রিস রক)Chris Rock)। নিজেকে সামলাতে পারেননি অভিনেতা উইল স্মিথ। মেজাজ হারিয়ে মঞ্চে উঠে সপাটে থাপ্পড় মারেন ক্রিসকে। তাঁর এই চড়কে ঘিরে শুরু হয় বিতর্ক। স্মিথের থাপ্পড় কাণ্ড কার্যত দুভাগে ভাগ হয়ে যায় সোশ্যাল মিডিয়া। কারোর মতে অস্কারের মত গ্লোবাল মঞ্চে এই ধরনের চটুলতা মেনে নেওয়া উচিত নয় কারণ কারোর অসুখ নিয়ে ঠাট্টা করা কোনও কমেডি নয়, এর জবাবে চড় মারাই উচিত। অন্য এক পক্ষের মত, চড় মারা কোনও সমাধান নয়। এমনকি কোনওরকম ফিজিক্যাল ভায়োলেন্সও সমর্থনযোগ্য নয়। এই বিষয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানান কবি শ্রীজাত(Srijato)। 

শ্রীজাত লেখেন, 'কদর্যতার বিপরীতে সুন্দর থাকার চেয়ে বড় ক্ষমতা আর কিছুই হয় না। থাপ্পড় তো চাইলেই মারা যায়'। অর্থাৎ আপাতদৃষ্টিতে স্মিথের চড়ের বিরোধিতাই করেছেন কবি। কিন্তু এর জেরেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন শ্রীজাত। ৭০০-রও বেশি নেটিজেন কমেন্ট করেছেন তাঁর স্টেটাসে। তারমধ্যে বেশিরভাগ ব্যক্তিই শ্রীজাতর মতের বিরোধিতা করেছেন। বগটুই কাণ্ডের কদর্যতার বিরুদ্ধে কি চুপ থেকেই সুন্দর থাকতে চেয়েছেন কবি, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। 

অসংখ্য নেটিজেন স্মিথের চড়কে সমর্থন করে বেছে নিয়েছেন শ্রীজাতর লেখা লাইন,'তুমিও মানুষ, আমিও মানুষ, তফাত শুধু শিরদাঁড়ায়।' এক নেটিজেন লিখেছেন,'নাগো কবি, চাইলেই পারা যায় না, আপনি পারেননি।' অন্য এক নেটিজেন লেখেন,'শিরদাঁড়া বিক্রির পরিবর্তে এই বাজারে অবিক্রিত হয়ে থাকার চেয়ে সুন্দর আর কিছু হয়না। তাঁবেদার তো চাইলেই হওয়া যায়,তাই না?সব মজা গ্রহণযোগ্য নয়। কিছু সময় পাল্টা জবাব দেওয়া জরুরি। নাহলে সামনের মানুষ দুর্বল ভেবে নেয় এবং আরো কদর্য মজা করার সাহস পায়। আরেক নেটিজেন প্রশ্ন করেন,'আমার খুব জানতে ইচ্ছা করে বিশ্বাস করুন, আপনারা নিজেদের জাস্টিফাই করেন কীভাবে!প্রতিবাদ হীন শিল্পীসত্তা স্তাবকতার মোড়কে প্রেজেন্ট করে সমাজের প্রতি কোন্ দায়বদ্ধতা আপনারা পালন করছেন কে জানে!আসলে কী জানেন তো এই অস্থির সময়েও বড়ো বেশি নিস্পৃহ আপনারা যা প্রকারান্তরে সুবিধাবাদেরই দ্যোতক।' 

বগটুই কাণ্ড টেনে নেটিজেনরা শ্রীজাতর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এক নেটিজেনের মতে,'তাই বোধহয় রাজ্যজুড়ে আনিস খানের হত্যা, রামপুরহাট গণহত্যা সহ প্রতিদিন এতকিছু দেখেও আপনি মুখে কুলুপ এঁটেছেন।প্রতিবাদ তো চাইলেই করা যায়!' অন্য এক ব্যক্তি লেখেন,'রামপুরহাট নামে আমাদের রাজ্যে একটা জায়গা আছে; ওখানে তো কতকিছু হয়ে গেলো, জানতেই পারলে না তুমি।' আরেক নেটিজেন বলেন,'ঠিক যেভাবে আনিশ খান, রামপুরহাট, মাটিয়া নিয়ে নীরব থাকা যায়'। এক নেটিজেনের মতামত,'এই ধরুন বগটুই-এ আগুনে পুড়িয়ে মারা হল। কি কদর্যতা। তাই না। আর আপনি চুপ করে থাকলেন। সুন্দর তাই না। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ভালো থাকুন। আনন্দে থাকুন।' অন্য একজন লেখেন,'থাপ্পড় চাইলেই সবাই মারতে পারেনা। তারজন্য শিরদাঁড়া সোজা থাকতে হয়। যেমন আপনি পারেননি। কদর্য তার সাথে কোন ভদ্রতা হয় না।'

আরও পড়ুন: Rituparna Sengupta: 'দেখতে পাচ্ছি বিমান দাঁড়িয়ে,৪০ মিনিট ধরে বাকবিতণ্ডা' বিমানে উঠতে না দেওয়ায় সোচ্চার ঋতুপর্ণা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More