Home> বিনোদন
Advertisement

Srijit Mukherji: মেয়ে আয়রার ড্রয়িং খাতায় পছন্দের গোয়েন্দা, আবেগঘন বাবা সৃজিত

আয়রা ও তাঁর আঁকা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,'আমার পছন্দের মানুষ এঁকেছে আমার পছন্দের গোয়েন্দাকে।' আয়রার পেন্টিং দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। সৃজিতের পোস্ট দেখেই বোঝা যাচ্ছে যে, মেয়েকে নিয়ে বেশ গর্বিত বাবা সৃজিত। 

Srijit Mukherji: মেয়ে আয়রার ড্রয়িং খাতায় পছন্দের গোয়েন্দা, আবেগঘন বাবা সৃজিত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের(Srijit Mukherji) 'ফেলুদার গোয়েন্দাগিরি দার্জিলিঙ জমজমাট'। কিন্তু ফেলুদা নয়, সৃজিতের সবচেয়ে পছন্দের গোয়েন্দা অন্য কেউ। অনেক সাক্ষাৎকারেই সৃজিত বলেছেন যে, তিনি আগাথা ক্রিস্টির হারকিউল পাহোর ফ্য়ান। এবার সেই এগ হেডেড ডিটেকটিভের(detective) ছবি এঁকে তাঁকে উপহার দিলেন তাঁর মেয়ে আয়রা। 

আর্ট আর আর্টিস্টের ছবি পোস্ট করে আবেগঘন বাবা সৃজিত। আয়রা ও তাঁর আঁকা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,'আমার পছন্দের মানুষ এঁকেছে আমার পছন্দের গোয়েন্দাকে।' আয়রার পেন্টিং দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। সৃজিত অনেক সাক্ষাৎকারেই তাঁর পাহো প্রেমের কথা জানিয়েছেন। আগাথা ক্রিস্টির পাহো অন্যতম জনপ্রিয় এক গোয়েন্দা। পাহোর মধ্যে অনেকেই শার্লক হোমসের ছায়া দেখতে পান কিন্ত পাহো শার্লকের মতো অগোছালো নয়, সে অনেকটাই গোছানো। 

আরও পড়ুন: Akshay Kumar : সর্বোচ্চ কর দিয়েছেন, আয়কর দফতরের শংসাপত্র পেলেন অক্ষয় কুমার

প্রসঙ্গত সম্প্রতি বলিউডে পরপর মুক্তি পেয়েছে সৃজিতের দুটি ছবি। পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে শেরদিল বিশেষ ছাপ ফেলতে পারেনি বক্স অফিসে। অন্যদিকে রয়েছে মিতালি রাজের বায়োপিক 'সাবাশ মিঠু', সেই ছবিও বিশেষ ছাপ ফেলতে পারেনি। গত মাসে টলিউডে মুক্তি পেয়েছিল এক্স ইক্যুয়ালস টু প্রেম। সেই ছবি অবশ্য বেশ পছন্দই করেছিল সমালোচকরা। মুক্তির অপেক্ষায় রয়েছে অতি উত্তম, কাকাবাবু সহ বেশ কয়েকটি ছবি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More