Home> বিনোদন
Advertisement

আকাশ-শ্লোকের বাগদানে 'মিঠি মিঠি বোল'এ কোমর দোলালো বলিউড

 গান গাইলেন শঙ্কর মহাদেবন ও হর্ষদীপ কাউর। নাচ করলেন অনুষ্ঠানে উপস্থিত বলিউডের সমস্ত তারকারা। সেইসমস্ত ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

আকাশ-শ্লোকের বাগদানে 'মিঠি মিঠি বোল'এ কোমর দোলালো বলিউড

নিজস্ব প্রতিবেদন: শনিবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির পুত্র আকাশ আম্বানির বাগদান অনুষ্ঠান। আর আকাশ-শ্লোকের বাগদানের অনুষ্ঠানের সাক্ষী গোটা বলিউড। অমিতাভ, শাহরুখ, আমির, রণবীর, কাজল, রানি কে না ছিলেন না সেখানে। আংটি বদলের পাশাপাশি হল জমকালো মিউজিক্যাল অনুষ্ঠানও। যেখানে গান গাইলেন শঙ্কর মহাদেবন ও হর্ষদীপ কাউর। নাচ করলেন অনুষ্ঠানে উপস্থিত বলিউডের সমস্ত তারকারা। সেইসমস্ত ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

গায়িকা হর্ষদীপ কাউর নিজে তাঁর সেই অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছেন। তাঁর গাওয়া 'রাজি' ছবির 'দিলবরো' গানের সঙ্গে মেয়ে ঈশা আম্বানির সঙ্গে নাচতে দেখা গেল মুকেশ আম্বানি। পরে সেখানে যোগ দেন নীতা আম্বানিও।

আরও পড়ুন-অঙ্কিত তিওয়ারির বাবাকে 'মারধর', অভিযুক্ত কাম্বলি দম্পতি

 
 

 

A post shared by Harshdeep Kaur (@harshdeepkaurmusic) on

এদিকে বলিউডের 'মিঠি মিঠি বোল' গানের সঙ্গে নাচলেন শাহরুখ, রণবীর, আলিয়া, নীতা আম্বানি, অভিষেক বচ্চন, নব্য নভেলি নন্দা, অর্জুন কাপুর সহ আরও অনেকে। পাশাপাশি আকাশ ও শ্লোকের আংটি বদলের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল।

আরও পড়ুন-শাহরুখকে সুহানার আদুরে চুমু, ভাইরাল ছবি

Read More