নিজস্ব প্রতিবেদন : 'এই বাংলা আমার হাসবে আবার' নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে গান ধরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিয়োটি শ্যুট করেছেন পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তী। শুভশ্রী গান গাওয়ার এমনই একটি ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ।
রাজ চক্রবর্তীর টুইট থেকে জানা যাচ্ছে, কঠিন এই পরিস্থিতিতে বাংলার মানুষকে উৎসাহিত করতে একটি মিউজিক ভিডিয়োটি বানিয়েছেন রাজ। এই মিউজিক ভিডিয়োতে অভিনেতা, অভিনেত্রীরা সকলেই বাড়ি থেকে শ্যুট করেছেন। আগামী ২০ এপ্রিল, সকাল ১১টায় মুক্তি পাবে এই মিউজিক ভিডিয়োটি।
"এই বাংলা আমার হাসবে আবার"
— Raj chakraborty (@iamrajchoco) April 17, 2020
বাংলার মানুষদের encouragement এর জন্য এই মিউজিক ভিডিও।Musician, Actors, Actresses-রা সকলে নিজের নিজের বাড়িতে বসে এই মিউজিক ভিডিওতে participate করেছেন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। Video is coming on #Monday #20thApril2020 at 11am. pic.twitter.com/DzqU2aWW63
জানা যাচ্ছে, এই মিউজিক ভিডিয়োতে শুভশ্রী ছাড়াও দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দাম, কৌশানি মুখোপাধ্যায়, বনি সেনগুপ্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। গানটি গেয়েছেন নিকিতা গান্ধী ও শাশ্বত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-হেমা মালিনীর জন্যই নষ্ট হয়ে গিয়েছিল শাহরুখ-গৌরীর বিয়ের প্রথম রাত!