Home> বিনোদন
Advertisement

আইসোলেশন থেকে বেরোলেন শুভশ্রী, ইউভানকে দেখে আনন্দে আত্মহারা

ছোট্ট ইউভানের বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো পোস্ট করলেন ইনস্টাগ্রামে।    

আইসোলেশন থেকে বেরোলেন শুভশ্রী, ইউভানকে দেখে আনন্দে আত্মহারা

নিজস্ব প্রতিবেদন- যুবরাজের আজ ডবল আনন্দ। করোনা পেরিয়ে মা শুভশ্রী গাঙ্গুলি বেরোলেন নিভৃতবাস থেকে। অন্যদিকে বাবা বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে ইউভানের গাড়িতে বেরিয়ে 'জয় রাইড'। ইউভান গোটা বিষয়টা কতটা বুঝতে পারলেন, তা অবশ্য ঠিক ঠাহর করা যাচ্ছে না, তবে বাবার আদরে অতীষ্ঠ হয়ে ওঠার আর সামান্যই বাকি! তা দেখে নেট নাগরিকদের অবশ্য আনন্দের সীমা নেই।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

 

 সতেরো দিন পর নিভৃতবাস থেকে বেরিয়ে খুশি নায়িকাও। বেরিয়ে ছেলেকে দেখলেন আর ইউভানের ছোটবেলার নানা ভিডিয়োর কোলাজ পোস্ট করলেন ইনস্টাগ্রামে। করোনা আক্রান্ত হওয়ার পর নেট নাগরিকদের রোষে পড়েন শুভশ্রী। অনেকেই তাঁকে দোষারোপ করে লেখেন, 'বাড়িতে ছোট বাচ্চা আছে, তা সত্ত্বেও করোনা আবহে তিনি কেন রাজের প্রচারের গিয়েছিলেন'? এদিকে সূত্রের খবর, 'ডান্স ডান্স' সেট থেকে ফিরেই উপসর্গ টের পান অভিনেতা। তারপরেই আক্রান্ত হন করোনায়। যাই হোক, মঙ্গলবার দুপুরে নিভৃতবাস পর্ব শেষ হয় নায়িকার।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Read More