নিজস্ব প্রতিবেদন- যুবরাজের আজ ডবল আনন্দ। করোনা পেরিয়ে মা শুভশ্রী গাঙ্গুলি বেরোলেন নিভৃতবাস থেকে। অন্যদিকে বাবা বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে ইউভানের গাড়িতে বেরিয়ে 'জয় রাইড'। ইউভান গোটা বিষয়টা কতটা বুঝতে পারলেন, তা অবশ্য ঠিক ঠাহর করা যাচ্ছে না, তবে বাবার আদরে অতীষ্ঠ হয়ে ওঠার আর সামান্যই বাকি! তা দেখে নেট নাগরিকদের অবশ্য আনন্দের সীমা নেই।