Home> বিনোদন
Advertisement

উল্টো বই ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড শুভশ্রী

 ছবিতে দেখা যায় শুভশ্রী উল্টো বই ধরেছেন। আর এর পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন শুভশ্রী। সকলেই প্রশ্ন করেন শুভশ্রী উল্টো করে কেন বই পড়ছেন?

উল্টো বই ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড শুভশ্রী

নিজস্ব প্রতিবেদন : হবু স্ত্রী শুভশ্রী বই পড়ছেন। পিছন থেকে উঁকি দিচ্ছেন রাজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তী। ট্য়াগ লাইনে লিখেছেন ''Always busy with #books what about #me ???''। অর্থাৎ রাজের কথা মতো শুভশ্রী সবসময় বই নিয়ে ব্যস্ত থাকেন। অথচ ছবিতে দেখা যায় শুভশ্রী উল্টো বই ধরেছেন। আর এর পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন শুভশ্রী। সকলেই প্রশ্ন করেন শুভশ্রী উল্টো করে কেন বই পড়ছেন?

fallbacks

fallbacks

তবে ট্রোলড হওয়ার পর তার জবাবও দিয়েছেন শুভশ্রী। তাঁর কথায় বইটি টুইন ওয়ান। অর্থাৎ দুদিক দিয়েই পড়া যায়। বিষয়টি খোলসা করতে একটি ভিডিওতে তাঁর পুরো বিষয়টিই দেখিয়েছেন তিনি।

আরও পড়ুন- স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তের বায়োপিক বানাচ্ছেন মানস মুকুল পাল

Read More