Home> বিনোদন
Advertisement

Sudeshna Roy vs Federation: 'দয়া করে, লোকেদের কাজ করতে দিন', সুদেষ্ণা রায়ের মামলায় ফেডারেশনকে নির্দেশ হাইকোর্টের...

Director-Federation Clash: পরিচালক সুদেষ্ণা রায়ের  দাবি, শ্য়ুটিং শুরুর ছয়দিন আগে এই সিনেমার প্রোডাকশন ম্যানেজার সিনেমাটি ছেড়ে চলে যান, কী কারণে তিনি ছেড়েছেন সেই উত্তর দেননি। এরপরই ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালত অবমাননার মামলা দায়ের করলেন সুদেষ্ণা রায়। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, 'একজনের ব্যক্তিগত সমস্যা হতে পারে। কিন্তু কেউ আসবেন!'

Sudeshna Roy vs Federation: 'দয়া করে, লোকেদের কাজ করতে দিন', সুদেষ্ণা রায়ের মামলায় ফেডারেশনকে নির্দেশ হাইকোর্টের...

অর্ণবাংশু নিয়োগী: সম্প্রতি সুদেষ্ণা রায় (Sudeshna Roy) তাঁর শুটিংয়ের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে একটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায়। এবার আদালতের দারস্ত পরিচালক সুদেষ্ণা রায়। পরিচালকদ্বয়ের আগামী ছবি 'স্বপ্ন হলেও সত্যি', ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ১৮ এপ্রিল। কিন্তু প্রোডাকশনের একজনও সেই কাজে আসেননি। পরিচালকের দাবি, শ্য়ুটিং শুরুর ছয়দিন আগে এই সিনেমার প্রোডাকশন ম্যানেজার সিনেমাটি ছেড়ে চলে যান, কী কারণে তিনি ছেড়েছেন সেই উত্তর দেননি। আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও কেন কেউ শ্যুটিংয়ে এলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এবার ফেডারেশনের (Federation) বিরুদ্ধে অভিযোগ তুলে আদালত অবমাননার মামলা দায়ের করলেন সুদেষ্ণা রায়।

আরও পড়ুন- Babil Khan: কান্নায় ভেঙে পড়লেন বাবিল, অভিযোগের নিশানায় অনন্যা-সিদ্ধান্ত-অরিজিত্‍! সত্যিটা কী?

শুধু একজন নয়, একাধিক ব্যক্তির অভিযোগ কেন ফেডারেশনের বিরুদ্ধে? প্রশ্ন বিচারপতির। রাজ্যকে নোটিশ দিতে নির্দেশ দেন তিনি। পরশুই এই মামলার শুনানি। কেন বারবার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে? প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। রাজ্যকে মামলার কপি সার্ভ করার নির্দেশ দেন বিচারপতি।

মামলাকারী আইনজীবী সাগর ব্যানার্জি আদালতে জানান "গল্প হলেও সত্যি ছবির শুটিং শুরুর জন্য সেট থেকে শুরু করে  সব ঠিক হয়ে গেছিল। হঠাৎ তার আগেই কোন নোটিশ ছাড়াই কাজ করবে না বলে জানিয়ে শুটিংয়ের সঙ্গে যুক্ত কর্মীরা চলে যান।   যেদিন শুটিং  শুরু হওয়ার কথা,সেদিন কেউ কাজে আসেনি।  ফেডারেশন চাপ সৃষ্টি করেছে। গিল্ডের আইনজীবী বলেন, 'গিল্ড কাউকে বাধা দিচ্ছে না। যারা কাজে যোগ দেয়নি,তাদের কয়েকজনের ব্যক্তিগত সমস্যা ছিল। সেটা, পরিচালককে চিঠি দিয়ে জানানো হয়েছিল। কাউকে চাপ দিয়ে কিছু করা যায় না'। 

ফেডারেশনের আইনজীবী আদালতে জানান, 'কে কার সাথে কাজ করবে,সেটা ফেডারেশন ঠিক করে না,এবং আমরা কাউকে দিয়ে জোর করে কাজ করাই না। পরিচালক জানেন না, অ্যাসিটেন্ট ডিরেক্টরের ছেলে মারা গেছে'। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, 'একজনের ব্যক্তিগত সমস্যা হতে পারে। কিন্তু কেউ আসবেন! হতে পারে আপনি ওদের পছন্দের কেউ।  নিশ্চিত কিছু হয়েছে নাহলে এত সমস্যা হবে কেন? লোকেদের কাজ করতে দিন দয়া করে'। 

আরও পড়ুন- Fake Dentist: টেকনিশিয়ানরাই করছেন রুট ক্যানাল! ভুয়ো দন্ত চিকিৎসকের প্রতারণায় নাজেহাল অসংখ্য রোগী...

সাম্প্রতিক সময়ে বিদুলা ভট্টাচার্যের করা একটি মামলায় আদালত সকলকে স্বাধীনতা ভাবে কাজের সুযোগ দেওয়ার নির্দেশ দেয়। এরপর সম্প্রতি পরিচালক সুদেষ্ণা রায় সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বলেন, 'মহামান্য আদালত বলেছে আমাদের কাজে বাধা দেওয়া যাবে। তাও বিনা কারণে কেউ এল না কাজে। কেন এই বয়কট তা বোঝা যাচ্ছে না। অথচ লুক সেটে সবাই ছিল। কেউ আদালতের নির্দেশ মানছে না। আমি চিঠি লিখে অনুরোধ করেছি গিল্ডগুলোয়, ফেডারেশনে, সব জানিয়েছি। কিন্তু এক এক করে সবাই বেরিয়ে গেছে।' পাশাপাশি পরিচালক বলেন, 'আমি ক্ষতিগ্রস্ত, আমার প্রযোজক ক্ষতিগ্রস্ত, শুধু তাই নয়, আমি মানসিক আঘাত পেয়েছি। আমার কাজ পুরো শেষ হয়ে গেল'। আদালতের আগামী নির্দেশ কার্যকর না করায় আদালত অবমাননার মামলা দায়ের করেন সুদেষ্ণা রায়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More