Home> বিনোদন
Advertisement

আমিরকে হারিয়ে দিলেন সলমন

দৌড়ে সলমন হারিয়ে দিলেন আমিরকে। প্রথম বলিউড ছবি হিসেবে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলল সুলতান। ভেঙে দিল আমিরের কেরিয়ারের সবচেয়ে সফল বাণিজ্যিক ছবি পিকে-র রেকর্ড। বলাই বাহুল্য, আগেই ভেঙে গিয়েছে ধুম থ্রি, কৃষ থ্রি আর বজরঙ্গী ভাইজান-এর বক্স অফিস রেকর্ড। রাজকুমার হিরানির পিকে ৫০০ কোটির বিজনেস করতে সময় নিয়েছিল ১৪ দিন। আলি আব্বাস জাফরের সুলতান সময় নিল মাত্র ১২ দিন! শুধু তাই নয়, সুলতানের সাম্রাজ্যবিস্তার এখনও পুরোদমে জারি। এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ছবি গ্রেট গ্র্যান্ড মস্তি একেবারেই হালে পানি পায়নি। শুধুমাত্র এদেশেই সুলতান ব্যবসা করেছে প্রায় ৩৬৫ কোটি ৬০ লক্ষ টাকার। এই সপ্তাহে সংখ্যাটা ঊর্ধ্বমুখী হবে, এমনটাই বিশ্বাস প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মসের।

আমিরকে হারিয়ে দিলেন সলমন

ওয়েব ডেস্ক: দৌড়ে সলমন হারিয়ে দিলেন আমিরকে। প্রথম বলিউড ছবি হিসেবে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলল সুলতান। ভেঙে দিল আমিরের কেরিয়ারের সবচেয়ে সফল বাণিজ্যিক ছবি পিকে-র রেকর্ড। বলাই বাহুল্য, আগেই ভেঙে গিয়েছে ধুম থ্রি, কৃষ থ্রি আর বজরঙ্গী ভাইজান-এর বক্স অফিস রেকর্ড। রাজকুমার হিরানির পিকে ৫০০ কোটির বিজনেস করতে সময় নিয়েছিল ১৪ দিন। আলি আব্বাস জাফরের সুলতান সময় নিল মাত্র ১২ দিন! শুধু তাই নয়, সুলতানের সাম্রাজ্যবিস্তার এখনও পুরোদমে জারি। এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ছবি গ্রেট গ্র্যান্ড মস্তি একেবারেই হালে পানি পায়নি। শুধুমাত্র এদেশেই সুলতান ব্যবসা করেছে প্রায় ৩৬৫ কোটি ৬০ লক্ষ টাকার। এই সপ্তাহে সংখ্যাটা ঊর্ধ্বমুখী হবে, এমনটাই বিশ্বাস প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মসের।

 

Read More