Home> বিনোদন
Advertisement

মেয়ে আথিয়ার সঙ্গে ক্রিকেটার কে এল রাহুলের প্রেম, মুখ খুললেন সুনীল শেঠি

 আথিয়ার সঙ্গে কে এল রাহুলের (K L Rahul) সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা সুনীল শেঠি (Suniel Shetty)। 

মেয়ে আথিয়ার সঙ্গে ক্রিকেটার কে এল রাহুলের প্রেম, মুখ খুললেন সুনীল শেঠি

নিজস্ব প্রতিবেদন : ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে নাতাশা স্টানকোভিচের (Nataša Stanković) বাগদান নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে, ঠিক তখনই ফের আলোচনায় উঠে এল ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে আথিয়া শেঠির (Athiya Athiya) প্রেম। তবে মেয়ে আথিয়ার সঙ্গে কে এল রাহুলের (K L Rahul) সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা সুনীল শেঠি (Suniel Shetty)। 

শোনা যাচ্ছে আথিয়ার সঙ্গে কে এল রাহুলের বন্ধুত্ব ক্রমেই গাঢ় হচ্ছে। শোনা যাচ্ছে তাঁরা আরও বেশি করে একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছেন। সম্প্রতি একে অপরের সঙ্গে সময় কাটাতে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন আথিয়া ও রাহুল।

আরও পড়ুন-শ্রাবন্তীর প্রেমে হাবুডুবু অবস্থা 'ছবিয়াল' শাশ্বতর!

fallbacks

সম্প্রতি মেয়ের এই প্রেম নিয়ে বাবা সুনীল শেঠি বলেন, ''আমি এবং আমার স্ত্রী দুজনেই ছেলেমেয়েদের ভীষণই ভালোবাসি। আমার মনে হয় কেরিয়ারের থেকেও তাঁদের ব্যক্তিগত জীবনে সুখী হওয়াটা আরও বেশি করে দরকার। আর বর্তমান যুগে এটাই একটা বড় সমস্যা। আমরা পারিবারের দিক থেকে ভীষণ সুখী, আরও সুখী হতে চাই। ''

অনেকেই মনে করছেন সুনীলের এই কথা থেকেই স্পষ্ট তিনি এবং তাঁর স্ত্রী জামাই হিসাবে কে এল রাহুলকে পছন্দ করছেন।
আরো পড়ুন-সাত পাকে বাঁধা পড়লেন মডেল রোজা পারমিতা দে, দেখুন ফটো অ্যালবাম

Read More