জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১২ জুন আকস্মিক মৃত্যু হয় অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। জানা গিয়েছিল, ব্রিটেনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু এবার বিস্ফোরক অভিযোগ করলেন প্রয়াত শিল্পপতির মা রানি কাপুর। তাঁর দাবি, স্বাভাবিক মৃত্যু হয়নি তাঁর ছেলের। খুন করা হয়েছে সঞ্জয়কে। এমন দাবির পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওয়াকিবহাল মহলে।
রানি কাপুরের দাবি:
ব্রিটিশ পুলিশকে লেখা এক চিঠিতে রানি দাবি করেন, নতুন করে এমন কিছু তথ্যপ্রমাণ তাঁর হাতে এসেছে যা থেকে মনে হচ্ছে এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। ব্রিটেন, ভারত ও সম্ভবত আমেরিকারও বহু মানুষ এতে জড়িত রয়েছেন। পোলো খেলতে খেলতে হঠাৎই মারা যান সঞ্জয়। পরে জানা যায় যে একটি মৌমাছি গিলে ফেলার ফলেই নাকি মৃত্যু ঘটে সোনা কমস্টারের চেয়ারম্যান ও সর্বোপরি করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়ের।
করিশ্মার স্বামী:
২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিশ্মা। কোটি কোটি টাকা খরচ করে হয়েছিল সেই বিয়ে। কিন্তু তা মোটেই সুখকর হয়নি। ২০১৪ সালে আলাদা হন তাঁরা। ২০১৬ সালে আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয় দু’জনের। ডিভোর্সের সময় খোরপোশ হিসেবে বেশ মোটা অঙ্ক হাঁকিয়েছিলেন কাপুরকন্যা। জানা যায়, ৭০ কোটি টাকা নিয়েছিলেন করিশ্মা।
সঞ্জয়ের সম্পত্তি:
এরপর গুঞ্জন শোনা যায়, প্রয়াত স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ অভিনেত্রীর! রানি কাপুর দাবি, ছেলের মৃত্যুর পরই নাকি তাঁকে দিয়ে বেশ কিছু নথিপত্রে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেনও করতে পারছেন না তিনি। শোনা যায়, করিশ্মাও নাকি প্রয়াত স্বামীর অগাধ সম্পত্তির ভাগ চেয়ে বসেছেন! এই পরিস্থিতিতে এবার নতুন ও বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।
ফোর্বসের তথ্য অনুযায়ী, সঞ্জয় কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১.২ বিলিয়ন ডলার (প্রায় ১০,৩০০ কোটি টাকা)। ২০২২ এবং ২০২৪ সালে তার সর্বোচ্চ সম্পদ ১.৬ বিলিয়ন ডলার (প্রায় ১৩,০০০ কোটি টাকা) ছিল। তাঁর কোম্পানির মূল্য ৩০ হাজার কোটি। তবে কে পাবে উত্তরাধিকার? বিরোধ তুঙ্গে। ছেলে মেয়েকে নিয়ে দিল্লিতে করিশ্মা। সঞ্জয়ের মায়ের বিস্ফোরক অভিযোগ।
আরও পড়ুন: Bharati Singh: লাবুবুর 'কু'সঙ্গে ছেলের মাথায় 'শয়তানের বাসা'! আতঙ্কে পুতুলকেই চিতায় তুললেন ভারতী...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)