জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পোলো খেলার মাঝেই মুখে ঢুকে যায় মৌমাছি। আর সেই থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছরেই প্রয়াত হয়েছেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুর (Sunjay Kapur)। সোনা কমস্টারের মালিক সঞ্জয়ের সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি। তাঁর কোম্পানির মূল্য প্রায় ৪০ হাজার কোটি। ২০১৬ সালে করিশ্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সঞ্জয়ের। সঞ্জয়ের মৃত্যুতে করিশ্মার ছেলে মেয়ের পাশে দাঁড়িয়েছেন করিনা ও সইফ আলি খান। এই স্বামীর বিরুদ্ধে একবার এক সাক্ষাত্কারে বিস্ফোরক দাবি করেছিলেন করিশ্মা (Karishma Kapoor)।
কেরিয়ারের শুরুতে নাম জড়িয়েছিল অজয় দেবগণের সঙ্গে। এরপর কেরিয়ার মধ্যগগণে, নিজের চেয়ে বয়সে ২ বছরের ছোট অভিষেকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন করিশ্মা। অভিষেক তখনও বলিউডে নামই পাননি। বচ্চন পরিবার গৃহবধু হিসেবে মেনেও নিয়েছিলেন করিশ্মাকে। তবে বাগদানের পরেও সেই সম্পর্ক টেকেনি। সম্পত্তির ভাগ চেয়ে মেয়ের ঘর নাকি ভেঙেছিলেন ববিতাই। এর কিছুদিনের মধ্যেই দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় করিশ্মার। তবে বিয়ের পর প্রথম হানিমুনেই বউকে নিলামে তুলে দিয়েছিলেন করিশ্মার স্বামী,শরীর নিয়ে নাকি চলেছিল দর কষাকষি। এক সাক্ষাত্কারে সেই বিস্ফোরক দাবি করেন অভিনেত্রী নিজেই।
করিশ্মা কাপুর ও অভিষেক বচ্চনের প্রেম একসময়কার বলিউডে সবথেকে চর্চিত বিষয় ছিল। তবে মা ববিতার কারণেই অভিষেকের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল করিশ্মার। অভিষেক তার মেয়ের যত্ন নিতে পারবেন কিনা, অভিষেকের কেরিয়ার, রোজগার-এ সব কিছু নিয়ে প্রশ্ন তোলেন ববিতা। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিস্তর আলোচনা হলেও ববিতা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তারপর বচ্চন পরিবারকে একটি শর্ত দেন ববিতা। ববিতা অমিতাভের সমস্ত সম্পত্তি অভিষেক ও করিশ্মার নামে লিখে দিতে বলেন। যাতে করিশ্মার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। ববিতার শর্তে রাজি হননি অমিতাভ। তারপরই ভাঙে সম্পর্ক।
কিছুদিনের মধ্যেই করিশ্মা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। বন্ধুদের সঙ্গেই মধুচন্দ্রিমাতে গিয়েছিলেন সঞ্জয় কাপুর ও করিশ্মা কাপুর। প্রথম মধুচন্দ্রিমাতেই পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল অভিনেত্রীর। মধুচন্দ্রিমাতে গিয়ে এক রাতের জন্য করিশ্মাকে নিলামে তুলেছিলেন স্বামী সঞ্জয় । রীতিমতো শরীর নিয়ে চলেছিল দর কষাকষি। করিশ্মার প্রবল আপত্তি জানিয়ে প্রতিবাদ করলেই শুরু হয়ে যায় বচসা, মারধর।
যদিও স্বামীকে ক্ষমা করে সংসার করেন করিশ্মা। মুম্বই ছেড়ে দিল্লিতেই থাকতেন। ২ বছরের ব্যবধানেই তাঁদের ঘরে আসে দুই সন্তান। তবে সুখী ছিলেন না অভিনেত্রী। প্রায়শই শারীরিক ও মানসিক নিগ্রহের শিকার হতেনন করিশ্মা। দিনের পর দিন অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনাও নাকি ঘটেছে বলে দাবি করেছেন অভিনেত্রী। অবশেষে সহ্য করতে না পেরে শেষমেষ ২০১৬ সালে ডিভোর্স দেন সঞ্জয়কে। দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে থাকার পরে ফের মুম্বইয়ে ফিরে আসেন করিশ্মা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)