Home> বিনোদন
Advertisement

বলিউডে ধর্মেন্দ্রর নাতির অভিষেক

একেই বলে পরম্পরা। দেওল পরিবারের  আরেক সদস্য পা রাখলেন বলিউডে। ধর্মেন্দ্রর নাতি, সানি পুত্র করণকে দেখা যাবে 'পল পল দিলকে পাস' ছবিতে। আরও পড়ূন- টুইটার লাইভে প্রকাশ হল দেব প্রযোজিত প্রথম ছবি চ্যাম্পের ট্রেলর

বলিউডে ধর্মেন্দ্রর নাতির অভিষেক

ওয়েব ডেস্ক: একেই বলে পরম্পরা। দেওল পরিবারের  আরেক সদস্য পা রাখলেন বলিউডে। ধর্মেন্দ্রর নাতি, সানি পুত্র করণকে দেখা যাবে 'পল পল দিলকে পাস' ছবিতে। আরও পড়ূন- টুইটার লাইভে প্রকাশ হল দেব প্রযোজিত প্রথম ছবি চ্যাম্পের ট্রেলর

পরিচালক স্বয়ং বাবা সানি দেওল। গত বছর ঘায়েল ওয়ান্স আগেইন পরিচালনার পর এবছর ছেলেকে  বলিউডে লঞ্চ করবেন বলে পরিকল্পনা করে নিয়েছিলেন সানি। পরিকল্পনা মতোই কাজ। আজ থেকেই মানালিতে শুটিং শুরু করলেন করণ। গদর এর পর আবার ধর্মেন্দ্র প্রেজেন্টেশন ও জি স্টুডিওজের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি। আরও পড়ূন- মার্শাল আর্টস নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ অক্ষয়ের 

Read More