Home> বিনোদন
Advertisement

কন্ডোমের বিজ্ঞাপনে সানির নতুন মন্ত্র!

বহুল প্রচলিত কন্ডোম প্রস্তুতকারক সংস্থা ম্যানফোর্সের বিজ্ঞাপনে সানি নিয়ে এলেন নতুন মন্ত্র। সেক্সের মত একটা সুন্দর সৃষ্টিকে কেন ভয়ের করে তুলছেন, প্রশ্ন সানি লিওনের। 

কন্ডোমের বিজ্ঞাপনে সানির নতুন মন্ত্র!

ওয়েব ডেস্ক: বহুল প্রচলিত কন্ডোম প্রস্তুতকারক সংস্থা ম্যানফোর্সের বিজ্ঞাপনে সানি নিয়ে এলেন নতুন মন্ত্র। সেক্সের মত একটা সুন্দর সৃষ্টিকে কেন ভয়ের করে তুলছেন, প্রশ্ন সানি লিওনের। 

 

 

 

এর আগেও কন্ডোম নিয়ে মানুষের মধ্যে চলা আড়ষ্টতা কাটিয়ে যৌন সঙ্গমের সময় কন্ডোম ব্যবহারের জন্য প্রচার চালিয়েছেন 'প্রাক্তন' পর্ন তারকা সানি লিওন। কখনও যৌন সঙ্গমের আগে নারীর ইচ্ছে জেনে নেওয়ার মত বিষয়, কখনও অসুরক্ষিত যৌনতা কখনও আবার মেয়েদের পছন্দ, এইসব বিষয় নিয়েই অবলীলায় কথা বলেছেন তিনি। এবারও তার বিপরীত নয়। যোউনতার বিষয়ে সচেতনতা বাড়াতে সানি আগের মতন এখনও সাহসী এবং সচেতন। 
    

Read More