Home> বিনোদন
Advertisement

সানি লিওনকে এভাবে দেখলে মাথা ঘুরে যাবে...

ইতিমধ্যেই ভাইরাল এই ছবি 

সানি লিওনকে এভাবে দেখলে মাথা ঘুরে যাবে...

নিজস্ব প্রতিবেদন : বলিউডে আসার পর থেকে এক এক সময় এক এক রকম অবতারে দেখা গিয়েছে তাঁকে। কখনও 'রইস'-এ শাহরুখ খানের সঙ্গে আইটেম নম্বরে স্ক্রিন শেয়ার করেছেন তিনি, আবার কখনও তাঁকে 'বেবি ডল'-এর মতো জনপ্রিয় গানে দেখা গিয়েছে। আবার কখনও স্বামী, সন্তানদের নিয়ে চুটিয়ে সংসার করতেও দেখা গিয়েছে তাঁকে। বুঝতেই পারছেন সানি লিওনের কথাই বলা হচ্ছে। আর এবার সানিকে দেখা গেল এক্কেবারে অন্যরকম লুকে।

আরও পড়ুন : বড় মেয়ে ত্রিশলা কোথায়? সঞ্জয় দত্তকে কটাক্ষ নেটিজেনদের
এবার হানি সিং-এর সঙ্গেজুটি বেঁধে নতুন মিউজিক ভিডিও আনতে চলেছেন সানি লিওন। যেখানে তাঁকে 'মত্সকন্যা' রূপে দেখা যাচ্ছে। সানি লিওনের নতুন ওই রূপ দেখে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে তাঁর ভক্তদের মধ্যে। দেখুন সানিকে...

fallbacks
তবে এই প্রথমবার নয়, যখন হানি সিং-এর সঙ্গে জুটি বাঁধলেন সানি লিওন। এর আগেও একটি মুজিক ভিডিওতে হানি সিং-এর সঙ্গে জুটি বেঁধে দর্শক এবং শ্রোতাদের মন জয় করে নেন সানি লিওন। এবার দেখা যাক, 'মত্সকন্যা' সেজে আর কতটা প্রভাব তিনি দর্শকদের উপর ফেলতে পারেন।

Read More