Home> বিনোদন
Advertisement

বুর্জ খলিফার ওপর উঠে কী করলেন সানি লিওন

কাজের ফাঁকে একটু ব্রেক। সিনেমা,মডেলিংয়ের চাপ তো আছেই সানি লিওন আবার প্রচন্ড ব্যস্ত তার ব্যবসার কাজে। এই তো কদিন আগেই নিজের সেন্টের বিক্রি জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন। জাতীয় সঙ্গীত ভুল গেয়ে আইনি চাপও খেয়েছেন। এখন আবার 'বেইমান লাভ'-এর শ্যুটিং শেষে প্রচারের কাজ।

বুর্জ খলিফার ওপর উঠে কী করলেন সানি লিওন

ওয়েব ডেস্ক: কাজের ফাঁকে একটু ব্রেক। সিনেমা,মডেলিংয়ের চাপ তো আছেই সানি লিওন আবার প্রচন্ড ব্যস্ত তার ব্যবসার কাজে। এই তো কদিন আগেই নিজের সেন্টের বিক্রি জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন। জাতীয় সঙ্গীত ভুল গেয়ে আইনি চাপও খেয়েছেন। এখন আবার 'বেইমান লাভ'-এর শ্যুটিং শেষে প্রচারের কাজ।

fallbacks

এতসবের মাঝে সানি ব্রেক নিতে দুবাইয়ে গেলেন। সঙ্গে অবশ্যই স্বামী ড্যানিয়েল। সেই দুবাই ট্রিপে সানি কখনও মরভূমিতে লাফালেন, কখনও হোটেলে ক্যামেরাবন্দি করলেন মনোরম প্রাকৃতিক দৃশ্যের।

আরও- এবার সিনেমায় 'সেক্স চ্যাট' করবে বাবা-ছেলে

সানি মরভূমিতে বন্ধুদের সঙ্গে নানাভাবে মজা করলেন। তবে সবচেয়ে মজার কাজটা করলেন পৃথিবীর উচ্চতম ভবন বুর্জ খলিফার উপর উঠে। কী করলেন, দেখুন...

Read More