Home> বিনোদন
Advertisement

মমতার ভূমিকায় সানি

নব্বইয়ের দশকে প্রথম সারির সব অভিনেতার বিপরীতেই অভিনয় করেছেন তিনি। বলিউডের হিট কেরিয়ার ছেড়ে হঠাত্‍ই হারিয়ে গিয়েছিলেন তিনি। এরপর যতবারই শিরনামে এসেছেন প্রতিবারই কোনও না কোনও বিতর্কে জড়ানোর কারণে। বিতর্কিত সেই অভিনেত্রী মমতা কুলকার্নির বায়োপিক বানাচ্ছেন ফটোগ্রাফার জয়েশ শেঠ। আর মমতার চরিত্র অভিনয়ের জন্য জয়েশের প্রথম পছন্দ সানি লিওন।

মমতার ভূমিকায় সানি

ওয়েব ডেস্ক: নব্বইয়ের দশকে প্রথম সারির সব অভিনেতার বিপরীতেই অভিনয় করেছেন তিনি। বলিউডের হিট কেরিয়ার ছেড়ে হঠাত্‍ই হারিয়ে গিয়েছিলেন তিনি। এরপর যতবারই শিরনামে এসেছেন প্রতিবারই কোনও না কোনও বিতর্কে জড়ানোর কারণে। বিতর্কিত সেই অভিনেত্রী মমতা কুলকার্নির বায়োপিক বানাচ্ছেন ফটোগ্রাফার জয়েশ শেঠ। আর মমতার চরিত্র অভিনয়ের জন্য জয়েশের প্রথম পছন্দ সানি লিওন।

কেরিয়ারের শিখরে থাকার সময়ই একটি ম্যাগাজিনের কভার ফটোতে টপলেস পোজ দেওয়ার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন মমতা। একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী মমতার সেই ছবি জয়েশই তুলেছিলেন। তিনি বলেন, মমতার সঙ্গে সানির মুখের খুব মিল, লাস্যময়ী শরীরের সঙ্গে সরল মুখ। তবে এখনই এই ব্যাপারে বেশি কিছু বলব না। ১৯৯৭ সালে প্রেমিক আন্তর্জাতিক ড্রাগ কিডন্যাপার ভিকি গোস্বামীর সঙ্গে গ্রেফতার হন মমতা। দুবাইতে ৬ মার্কিন ডলার মূল্যের ১১.৫ টন ড্রাগ পাচার করছিলেন তারা। সম্প্রতি ফের একই অপরাধে কেনিয়া থেকে গ্রেফতার হয়েছেন তারা।

আপাতত তুষার কপূরের বিপরীতে মিলাপ জাভেরির মস্তিজাদে ছবির শুটিংয়ে ব্যস্ত সানি।

 

Read More