Home> বিনোদন
Advertisement

সঞ্জয় দত্তের ‘ভূমি’তে আরও বোল্ড সানি, দেখুন ছবি

সঞ্জয় দত্তের ‘ভূমি’তে আরও বোল্ড সানি, দেখুন ছবি

ওয়েব ডেস্ক: জোরকদমে চলছে সঞ্জয় দত্ত –র নতুন ছবি ভূমি –র শ্যুটিং। ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। নতুন ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত সঞ্জয় দত্ত । জানিয়েছেন, এরকমই একটি অন্যধাঁচের ছবির জন্য তিনি অপেক্ষা করছিলেন। ভূমি ছবির গল্প বাবা-মেয়ের। যেখানে বাবা-র ভূমিকায় সঞ্জয় দত্ত এবং মেয়ে এবং নাম ভূমিকায় অভিনয় করছেন অদিতি রাও হায়দারি । ছবির পরিচালক এবং সহ-প্রযোজক ওমং কুমারও নতুন রূপে সঞ্জয় দত্ত-কে নিয়ে খুবই আশাবাদী। ভূমিতে একটি আইটেম সং –য়ে দেখা যাবে সানি লিওনে –কে। আইটেম সং –য়ে নিজের লুক নিজেই টুইটারে পোস্ট করলেন তিনি। দেখে নিন ছবিগুলি।

fallbacks

fallbacks

fallbacks

Read More