Home> বিনোদন
Advertisement

ফুটসলে দল কিনলেন সানি লিওন

ফুটসলে দল কিনলেন সানি লিওন

ওয়েব ডেস্ক: প্রিমিয়ার ফুটসল সেশন টু'তে দল কিনলেন বলি ডিভা সানি লিওন। কোচির দল 'কেরালা কোবরা'র সহযোগী মালকিন হলেন সানি। এমাসের ১৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। মুম্বইয়ে উদ্বোধনের পর বেঙ্গালুরুর কোরমঙ্গল ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে  প্রিমিয়ার ফুটসল সেশন টু'র বাকি ম্যাচ। প্রেস বিবৃতি দিয়ে প্রিমিয়ার ফুটসল আয়োজকরা জানিয়েছেন, ফুটসলের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে। সেপ্টেম্বর ২৬ থেকে অক্টোবর ১, এই সময়েই ফাইনালের আয়োজন করা হবে জানিয়েছে আয়োজকরা। 

প্রিমিয়ার ফুটসল সেশন টু'র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লুই ফিগো, রায়ান গিগস, পল স্কোলস, ক্রেসপো এবং রোনাল্ডিনিহোর মত ফুটবল দুনিয়ার কিংবদন্তীরা। 

Read More