ওয়েব ডেস্ক : এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় চরিত্র হিসেবে সাংবাদিকের ভূমিকায় অভিনয় শ্রাবন্তীর। ছবির নাম "শেষ সংবাদ"। শুক্রবার ছিল প্রিমিয়ার। সেভাবে তারকার সমারহ দেখা না গেলেও, একসঙ্গে হাত ধরে এসে সকলকে চমকে দিলেন শ্রাবন্তী ও কৃষাণ। এনগেজমেন্টের পর প্রথমবার একসঙ্গে কোনও প্রিমিয়ারে।
শ্রাবন্তীর "শেষ সংবাদ" দেখার জন্য কৃষাণ ব্রজ যে কতটা উত্সুক তা বোঝা গেল তাঁর কথাতেই। ছবি ঘিরে আশাবাদী কলাকুশলীরাও। পেশায় সাংবাদিক পরিচালক পল্লব গুপ্তর প্রথম ছবি "শেষ সংবাদ"। ছবি দর্শক মন কতটা জয় করবে? সেটা তো বলবে বক্সঅফিস ও সময়। তবে শ্রাবন্তীই যে ছবির মূল ইউএসপি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখুন ছবির ট্রেলর,