Home> বিনোদন
Advertisement

বিপাশার স্বামী করণকে বিয়ে করতে চান এই অভিনেত্রী!

টেলি অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করতে চান। আর সেই কথা নিজের মুখে স্বীকার করলেন, তাও আবার টক শো-এ হাজির হয়ে। অবাক লাগছে শুনতে? ভাবছেন, বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভারকে আবার কে বিয়ে করতে চাইলেন?

বিপাশার স্বামী করণকে বিয়ে করতে চান এই অভিনেত্রী!

নিজস্ব প্রতিবেদন : টেলি অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করতে চান। আর সেই কথা নিজের মুখে স্বীকার করলেন, তাও আবার টক শো-এ হাজির হয়ে। অবাক লাগছে শুনতে? ভাবছেন, বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভারকে আবার কে বিয়ে করতে চাইলেন?

করণের সঙ্গে সুরভি..

fallbacks

আরও পড়ুন : ভক্তদের ধাক্কা দিয়ে সরাচ্ছেন রণবীর, ভাইরাল ভিডিও

রিপোর্টে প্রকাশ, সম্প্রতি একটি টক শো-এ হাজির হয়ে করণ সিং গ্রোভারকে বিয়ে করতে চান বলে জানান সুরভি জ্যোতি। তিনি বলেন, টেলি অভিনেতাদের মধ্যে কাউকে বিয়ে করতে হলে, তিনি করণের গলাতেই মালা দিতে চান। শুধু তাই নয়, করণ সিং গ্রোভারকে সব সময়ই তিনি পছন্দ করেন। আর সেই কারণেই করণকে তিনি বিয়ে করতে চান বলেও জানিয়েছেন সুরভি।

আরও পড়ুন : কোন রোগ বাসা বাঁধল দীপিকার শরীরে?

শুনুন আর কী কী বললেন সুরভি জ্যোতি..

 

 

এদিকে সম্প্রতি করণ সিং গ্রোভারের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে পালন করেন বিপাশা বসু। শুধু তাই নয়, প্রেম দিবস উপলক্ষে ক্যামেরার সামনেই চুম্বন করে একক অপরকে অভিনন্দনও জানান করণ-বিপাশা।

Read More