নিজস্ব প্রতিবেদন : যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতেই শানো শর্মাকে দ্বিতীয় দফায় পুলিস জিজ্ঞাসাবাদ করবে বলে খবর। তবে শানোকে ফের কবে ব্যান্দ্রা থানায় ডাকা হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
#NewsAlert – Sanjay Leela Bhansali to be questioned by Mumbai Police: sources.
— CNNNews18 (@CNNnews18) July 2, 2020
Shanoo Sharma to be questioned for the 2nd time.
Kangana Ranaut and Shekhar Kapur to give statements.@shilparathnam with more details. pic.twitter.com/tL8OH0Tmc6
আরও পড়ুন : পরপর চাপ? বনশালির প্রস্তাব ফেরাতে বাধ্য হন সুশান্ত! পুলিসের প্রশ্নের মুখে পরিচালক
শানো শর্মার পাশাপাশি অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং পরিচালক শেখর কাপুরও বয়ান দিতে পারেন বলে খবর। এদিকে যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মার পাশাপাশি পরিচালক সঞ্জয় লীলা বনশালিকেও পুলিস জিজ্ঞাসাবাদ করবে বলে খবর।
আরও পড়ুন : লকডাউনে ছিলেন একসঙ্গে, সুশান্তের ফ্ল্যাটে বসেই ভিডিয়ো শ্যুট রিয়ার
যশরাজের সঙ্গে চুক্তির জেরেই বনশালির রামলীলা এবং বাজিরাও মস্তানি থেকে সুশান্ত সিং রাজপুতকে সরে যেতে হয় বলে খবর। যশরাজের সঙ্গে চুক্তির জেরেই বনশালি ওই দুই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন বলে জানা যায়।