নিজস্ব প্রতিবেদন : যত দিন যাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে ততই নতুন তথ্য উঠে আসছে। সম্প্রতি, নেটদুনিয়ায় উঠে এসেছে সুশান্তের ফরেন্সিক তদন্তের সময়কার একটি ভিডিয়ো। যেখানে দুই ব্যক্তির চাঞ্চল্যকর কথোপকথন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
যে ভিডিয়োটি ফাঁস হয়েছে, তাতে শোনা যাচ্ছে দুই ব্যক্তির কথোপকথন। ভিডিয়োতে বলতে শোনা যাচ্ছে, ''আশা করি এই ভিডিয়োটা লিক হবে না। তাতে আমাদের তদন্ত একেবারেই শেষ হয়ে যাবে।''
আরও পড়ুন-''আমার মনে হয় ED-র হাতে তদন্তভার দেওয়া হয়েছে'', সুশান্ত মামলায় টুইট বিজেপি সাংসদের
#Breaking on @thenewshour with Navika Kumar | TIMES NOW accesses a video from its sources which was filmed during Sushant Singh’s forensic tests.
— TIMES NOW (@TimesNow) July 28, 2020
More details by Siddhant. | #SushantRheaTwist pic.twitter.com/INCjUHrSAA
তবে এই ভিডিয়োতে কারা কথা বলছেন? ভিডিয়োতে যে কথাগুলি শোনা যাচ্ছে, সেগুলি আদৌ আসল নাকি আলাদা করে ডাব করে কথাগুলি বসানো হয়েছে? এই বিষয়গুলির সত্যতা Zee24 Ghantaর পক্ষে খতিয়ে দেখা সম্ভব হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি দেখে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। যাদের মধ্যে কেউ লিখেছেন, ''এই ভিডিয়োটিই অনেককিছু বুঝিয়ে দিচ্ছে। মহারাষ্ট্র পুলিস অনেক তথ্য, বড় বড় নাম চাপা দেওয়ার চেষ্টা করছে।'' কারোর কথায়, ''বোঝাই যাচ্ছে, ঠাণ্ডা মাথায় সুশান্তকে খুন করা হয়েছে।''
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বিহার পুলিসের কাছে FIR দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং রাজপুত। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে বিহার পুলিস।
আরও পড়ুন-ভর্তি নিচ্ছিল না হাসপাতাল, COVID-19এ আক্রান্ত রোগীর ভর্তির ব্যবস্থা করলেন দেব