Home> বিনোদন
Advertisement

'কোনও কিছু আমাদের মনোবল ভাঙতে পারবে না', রিয়াকে আক্রমণ সুশান্তের দিদির

টুইট করেন শ্বেতা সিং কীর্তি 

'কোনও কিছু আমাদের মনোবল ভাঙতে পারবে না', রিয়াকে আক্রমণ সুশান্তের দিদির

নিজস্ব প্রতিবেদন : ​জাল প্রেসক্রিপশন তৈরি করে ওষুধ খাওয়ানো অভিযোগে সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রিয়া চক্রবর্তী। প্রিয়াঙ্কা সিং এবং তাঁর বন্ধু চিকিতসকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। রিয়া চক্রবর্তী যতই এফআইআর দায়ের করুন না কেন, কোনও কিছুই তাঁদের মনোবল ভেঙে দিতে পারবে না। জাল এফআইআর করেও তাঁদের মনোবল ভেঙে দেওয়া যাবে না বলে টুইট করেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি।

আরও পড়ুন : ​জাল প্রেসক্রিপশন তৈরি করে ওষুধ দেন প্রিয়াঙ্কা, সুশান্তের দিদির বিরুদ্ধে এফআইআর রিয়ার

দেখুন কী লিখলেন শ্বেতা...

fallbacks

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের অভিযোগে রিয়া চক্রবর্তীকে পরপর ২ দিন ধরে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রবিবার এবং সোমবারের পর মঙ্গলবারও রিয়ার এনসিবির অফিসে হাজির হওয়ার কথা। সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, সৌভিক চক্রবর্তী, দীপেশ সাওয়ান্তদের সঙ্গে বসিয়ে রিয়াকে কবে জিজ্ঞাসাবাদ করা হবে, এবার সে বিষয়েই শুরু হয়েছে গুঞ্জন।

এদিকে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের সময় রিয়া চক্রবর্তী বলিউডের বেশ কয়েকজন সেলেবের নাম করেছেন বলে খবর। সেই কারণেই এবার বলিউডের সেই ১৮-১৯ জন সেলেব এনসিবির নজরে রয়েছেন বলে খবর।

Read More