ওয়েব ডেস্ক: ছোট পর্দার ‘মানব’ আজ বড় পর্দার ‘ধোনি’। জি টিভির জনপ্রিয় সিরিয়াল পবিত্র রিস্তা দিয়ে অভিনয় শুরু সুশান্ত সিং রাজপুতের। তারপর থেকে এখনও পর্যন্ত তাঁর বলিউড যাত্রাটা খুবই মসৃন। দর্শকদের মনের মতো হয়ে উঠতে তিনি সবসময় নিজেকে ফিট রেখেছেন। যাতে দর্শকদের আরও মনের মতো হয়ে উঠতে পারেন। কিছুদিন আগেই ক্যাপ্টেল কুল মহেন্দ্র সিংহ ধোনির নাম ভূমিকায় বড় পর্দায় অভিনয় করতে দেখা গেল তাঁকে। তাঁর অভিনয় দক্ষতা সবসময়েই প্রশংশিত হয়েছে। তাঁর অভিনয় দক্ষতা তো আপনি দেখেছেনই। এবার দেখে নিন তিনি কীভাবে নিজেকে ফিট রাখেন। তাঁর ওয়ার্কআউটের ভিডিও।
When you go from wanting to have done something to be just wanting to be doing,
— Sushant Singh Rajput (@itsSSR) December 5, 2016
magic happens..!!#self-musing pic.twitter.com/tjVBs54T27