Home> বিনোদন
Advertisement

Tamannaah & Vijay: ১৮ বছর করেননি তিনি! প্রেমিকের সঙ্গেই করলেন...অকপট দক্ষিণী বোম্বশেল

তামানা এবং বিজয় তাঁদের সম্পর্কের কথা ঘোষনা করেছেন। দুজন দুজনের সম্পর্কে অনেক কথাই বললেন।

Tamannaah & Vijay: ১৮ বছর করেননি তিনি! প্রেমিকের সঙ্গেই করলেন...অকপট দক্ষিণী বোম্বশেল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা সম্প্রতি তাঁদের সম্পর্কের বিষয়ে নিশ্চিত করেছেন। 'লাস্ট স্টোরিজ ২'-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা৷ সিরিজটি ২৯ জুন মুক্তি পাবে। লাস্ট স্টোরিজ ২সিরিজটি পরিচালনা করেছেন সুজয় ঘোষ।  

আরও  পড়ুন: Varun Dhawan And Janhvi Kapoor: ভারতীয় সিনেমার ইতিহাসে বরুণ-জাহ্ণবী! প্যারিসে মাইলস্টোন তৈরি করছে 'বাওয়াল'

বিজয় ভার্মা বলেন, “আমি সুজয় ঘোষের অফিসে তামান্নার সঙ্গে দেখা করেছিলাম। আমরা একে ওপরকে কাছে আমাদের জার্নির কথা শেয়ার করি। তামান্না বিজয়কে বলেছেন, ‘আমি গত ১৮ বছর ধরে কাজ করছি। আমার চুক্তিতে নো-কিস নীতি ছিল। আমি আগে এরকম কিছু করিনি। 'তুমিই প্রথম অভিনেতা যাকে আমি পর্দায় চুমু দিতে যাচ্ছি'।

একটি সাক্ষাতকারে তামান্না তাঁর প্রেমিক বিজয় ভার্মার সম্পর্কে স্নেহের সঙ্গে কথা বলেছেন। তিনি তাঁদের সম্পর্ক নিশ্চিত করেছেন। সম্প্রতি, যখন বিজয়কে তাঁর ব্যক্তিগত জীবনে মানুষের আগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, "আপনি সঠিক সময় এলে সম্পর্কের কথা নিশ্চয়ই বলব। তবে এই মুহূর্তে আমার জীবনে প্রচুর ভালবাসা রয়েছে এবং আমি ভীষণ খুশি।" অভিনেতা আরও বলেছিলেন যে তিনি তাঁর ব্যক্তিগত জীবনের চেয়ে তাঁর কাজের কথা বলতে চান।
 
একটি সাক্ষাৎকারে তামন্নাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রেমিকের মধ্যে কী কী পছন্দ করেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, 'সবকিছু'। এরপর তিনি বলেন, 'আমার মনে হয়, বিজয় মানুষ হিসেবে দুর্দান্ত। আমার মনে হয়, এটাই ওর সবচেয়ে ভাল গুণ। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। কিন্তু এক কথায় বলতে হলে আমি এটুকুই বলব।'

তামান্না আরও বলেছিলেন, 'হয়তো ওর মতো একটা মানুষকেই আমি খুঁজছিলাম। ওর মধ্যে ভীষণ নিজস্বতা রয়েছে আর সেটা মেকি নয়। বিজয় আমার কাছে এসেছিল কোনওরকম মুখোশ ছাড়া, আবরণ ছাড়া। আর হয়তো তাই, ওর সঙ্গে মেশার সময় আমিও কোনও আবরণ রাখিনি, খুব সহজভাবে মিশে গিয়েছি।'

আরও  পড়ুন: Jeetu Kamal And Srabanti Chatterjee: কমলেশ্বরের হাত ধরে একসঙ্গে জিতু-শ্রাবন্তী! বহুমূল্য জিনিসের খোঁজ চলবে লন্ডনে

তামান্না ভাটিয়াকে সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওতে 'জি কার্দা' সিরিজে দেখা গিয়েছে। তাঁকে পরবর্তীতে বিজয় ভার্মার সঙ্গে সুজয় ঘোষের 'লাস্ট স্টোরিজ'-এ দেখা যাবে। ছবিতে নীনা গুপ্তা, কাজল, কুমুদ মিশ্র, মৃণাল ঠাকুর, এবং অঙ্গদ বেদীও মুখ্য ভূমিকায় রয়েছেন।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More