Home> বিনোদন
Advertisement

ছবি মুক্তির আগেই ৪০০জন কলাকুশলীকে সোনার আংটি উপহার অভিনেতার

বিষয়টা টুইট করে একথা জানালে, খবরটা নিমেষে ভাইরাল হয়ে যায়। 

ছবি মুক্তির আগেই ৪০০জন কলাকুশলীকে সোনার আংটি উপহার অভিনেতার

নিজস্ব প্রতিবেদন: আগামী ছবি 'বিগিল' মুক্তি পাওয়ার আগেই ছবির প্রায় ৪০০ জন কলাকুশলীদের সোনার আংটি উপহার দিলেন তামিল অভিনেতা বিজয়। প্রযোজনা সংস্থা 'এজিএস' সিনেমার তরফে অর্চনা কলাপতি বিষয়টা টুইট করে একথা জানালে, খবরটা নিমেষে ভাইরাল হয়ে যায়। 

সোশ্যাল মিডিয়ায় অর্চনা কলাপতি লেখেন, ''বিহিল ছবিতে প্রায় ৪০০ জন কাজ করেছেন। তবে তাঁদের প্রত্যেকের কাজের আলাদা করে মূল্য দিয়ে থলাপতি তাঁদের সেই পরিশ্রকে আরও বেশি স্পেশাল করে তুলেছে।'' পরে ছবি নির্মাতাদের তরফে আরও জানানো হয় ছবির ৯৫ শতাংশ শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জোর কদমে।

আরও পড়ুন-নীল ছবিতে রোজগার ছিল বেশ কম, প্রকাশ্যে আনলেন প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা

প্রসঙ্গত 'এজিএস' প্রযোজনা সংস্থার ছবি 'বিগিল' মুক্তি পাচ্ছে এবছর দিওয়ালিতে। এটি একটি 'স্পোর্টস ড্রামা'। যেখানে জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়কে মহিলা ফুটবল দলের একজন কোচের ভূমিকায় দেখা যাবে। জানা যাচ্ছে এই ছবিতে অভিনয়ের জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন বিজয়। জানা যাচ্ছে একটি ফুটবল স্টেডিয়ামে ছবিটির শ্যুটিং হয়েছে। শুধুমাত্র এই জন্যই নাকি ছবির নির্মাতাদের তরফে ৬ কোটি টাক্যা ব্যয় করা হয়েছে। ছবির সঙ্গীত পরিচালনার কাজ করেছেন এ আর রহমান। 

আরও পড়ুন-মহারাষ্ট্রের বন্যা দুর্গতদের পাশে রীতেশ-জেনেলিয়া, পাঠালেন ২৫ লক্ষ টাকা অনুদান

Read More