Home> বিনোদন
Advertisement

ত্রিকোণ প্রেম! রণবীর কাপুরের ভাই নাকি সুনীল শেঠির ছেলে, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তারা?

 রণবীর কাপুরের পিসতুতো ভাই আদর জৈন নাকি সুনীল শেট্টির ছেলে আহান শেট্টির, কার সঙ্গে সম্পর্কে তারা?

ত্রিকোণ প্রেম! রণবীর কাপুরের ভাই নাকি সুনীল শেঠির ছেলে, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তারা?

নিজস্ব প্রতিবেদন: বলিউডে ফের ত্রিকোণ প্রেম! তবে এটা কোনও সিনেমার গল্প নয়, গল্পটা এক্কেবারেই বাস্তবের। এই গল্পের ৩ নায়ক-নায়িকা কে জানেন? 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২' খ্যাত তারা সুতারিয়া, রণবীর কাপুরের পিসতুতো ভাই আদর জৈন ও সুনীল শেট্টির ছেলে আহান শেট্টির।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, রণবীরের পিসি রিমা কাপুর জৈনের ছেলে আদরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তারা। এবার বি-টাউনে গুঞ্জন, আদরের পাশাপাশি সুনীল শেঠির ছেলে আহান শেঠির সঙ্গে প্রেমে মজেছেন অভিনেত্রী।

আরও পড়ুন-গুপ্তচরের বেশে পাকিস্তানের বালুচিস্তানে পাঠানো হচ্ছে ইমরান হাসমিকে!

fallbacks

এদিকে শোনা যাচ্ছে আহান শেট্টি ও তারা সুতারিয়াকে খুব তাড়াতাড়িই একসঙ্গে দেখা যেতে চলেছে বলিউডের ছবিতে। তেলুগু ছবি RX 100-এর হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন তাঁরা। ছবির নাম 'তড়প'। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক করতে চলেছেন সুনীল পুত্র। সম্প্রতি, একটি সাক্ষাৎকার আহানের প্রশংসা করতে শোনা যায় তারাকে। তাঁর কথায়, "আমাদের সবে সবে আলাপ হয়েছে। ও খুবই ভাল। যদিও একটু চুপচাপ কিন্তু ও সত্যিই প্রতিভাবান। আমরা এরসঙ্গে কয়েকটি দৃশ্যের শ্যুটিং করেছি। আমাদের মেলবন্ধন বেশ ভালই।"

আরও পড়ুন-উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে এবার পর্দায় আনছেন বিবেক ওবেরয়

fallbacks

অপরদিকে কিছুদিন আগেই শোনা গিয়েছিল, আদর জৈনের সঙ্গে ডেট করছেন তারা সুতারিয়া। মুম্বইয়ের বিভিন্ন রেস্তোঁরায় একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে। তবে আদর বা আহান কারওর সঙ্গেই সম্পর্ক নিয়ে তারা সুতারিয়া নিজে কোনও মন্তব্য করেননি।  

আরও পড়ুন- ১৯৪৭ এ মৃত্যু, ২০১৯ এ গিয়ে খুনির সন্ধান পেলেন এই 'ভূতপরী', দেখুন কী ঘটছে...

Read More