Home> বিনোদন
Advertisement

ভুরু রাঙিয়ে কিম-ভূত

খোলামেলা পোশাক পরে তিনি খবরে আসেন নিয়মিত। সেক্স টেপ থেকে শুরু করে ঘনঘন বিয়ে করা সব কিছুতেই ইউরোপ, আমেরিকার মিডিয়া তাঁকে সব সময় খবরেও রাখে। তিনি পোশাক পরলেই খোলামেলা হয়ে পোস্ট করে বসেন তাঁর টুইটার অ্যাকাউন্ট। তিনি কিম কার্দাশিয়ান। মার্কিন অভিনেত্রী, মডেল।

ভুরু রাঙিয়ে কিম-ভূত

ওয়েব ডেস্ক: খোলামেলা পোশাক পরে তিনি খবরে আসেন নিয়মিত। সেক্স টেপ থেকে শুরু করে ঘনঘন বিয়ে করা সব কিছুতেই ইউরোপ, আমেরিকার মিডিয়া তাঁকে সব সময় খবরেও রাখে। তিনি পোশাক পরলেই খোলামেলা হয়ে পোস্ট করে বসেন তাঁর টুইটার অ্যাকাউন্ট। তিনি কিম কার্দাশিয়ান। মার্কিন অভিনেত্রী, মডেল।

fallbacks

যদিও অভিনয়, মডেলিং নয় খোলামেলা পোশাকের জন্যই খবরে থাকেন কিম। সেই কিম কার্দাশিয়ান এবার ভুরুতে ব্লিচ করে ইনস্টাগ্রামে তা পোস্ট করলেন। ছবিতে ভুরুহীন কিমের সঙ্গে সুপার মডেল কারা ডেলেভাইনগেন। ছবিটা দেখে আপনি নিশ্চয় ভাবছেন.. সত্যি কিম.. ভূত।

Read More