Home> বিনোদন
Advertisement

Kapil Sharma Show’s photographer Death: সবার প্রিয় বিখ্যাত বাঙালি আর নেই! 'দাসদাদা'র মৃত্যুতে শোকের ছায়া কপিল শর্মা শোয়ে...

Kapil Sharma Show’s photographer Das Dada died: প্রয়াত কপিল শর্মা শোয়ের নেপথ্য নায়ক দাস দাদা। প্রায়শই কপিলের শোয়ে এই দাসদাদার উল্লেখ পাওয়া যেত। তিনি ছিলেন ফটোগ্রাফার। যিনি অনেক মুহূর্ত লেন্সবন্দি করেন তাঁর ক্যামেরায়। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা টিম। 

Kapil Sharma Show’s photographer Death: সবার প্রিয় বিখ্যাত বাঙালি আর নেই! 'দাসদাদা'র মৃত্যুতে শোকের ছায়া কপিল শর্মা শোয়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কপিল শর্মা শো-এর (The Kapil Sharma Show) পরিবারে দুঃসংবাদ। কপিলের শোয়ের দীর্ঘদিনের সঙ্গী ফটোগ্রাফার দাস দাদা (Das Dada), যাঁর আসল নাম কৃষ্ণ দাস, প্রয়াত হয়েছেন। প্রিয় দাসদাদার মৃত্যুতে শোকাহত সকলেই। ক্যামেরার পেছনের এক প্রিয় মুখ ছিলেন দাস দাদা, সম্প্রতি আচমকাই মৃত্যু হয়েছে তাঁর। 

বছরের পর বছর ধরে দাসদাদার তোলা অনেক স্মৃতিই এখন তাঁর রেখে যাওয়া চিহ্ন। তাঁর এই আকস্মিক চলে যাওয়ায় শো-এর অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা গভীরভাবে শোকাহত, বিশেষ করে কমেডিয়ান ও অভিনেতা কিকু শারদা, যিনি সামাজিক মাধ্যমে তাঁর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন- Mainul Ahsan Noble Wife Salsabil on Arrest: 'সবসময় নেশায় ডুবে, নোবেলের সঙ্গে ৭মাস কারও পক্ষে থাকা অসম্ভব', দাবি প্রাক্তন স্ত্রীর...

শুরুর দিন থেকেই দাস দাদা ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন। অসাধারণ ফটোগ্রাফির পাশাপাশি, তাঁর আন্তরিকতা ও সবসময় হাসিমুখে থাকা ব্যক্তিত্বের জন্য তিনি শুধু একজন কর্মী নন, বরং পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিলেন। এমনকী একাধিক শোয়ে তাঁর নাম নিয়ে প্রশংসাও করতে শোনা গিয়েছে কপিলকে। কখনও আবার দাসদাদাকে নিয়ে মজাও করেছেন কপিল। 

কপিল শর্মা শো-এর টিম একটি আবেগঘন ভিডিও শেয়ার করে লিখেছে, “আজ আমাদের মন খুবই ভারাক্রান্ত… আমরা হারালাম দাস দাদাকে, যিনি ক্যামেরার পেছনের আত্মা ছিলেন। শো শুরু হওয়ার পর থেকে তিনি অসংখ্য সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করেছেন… তিনি সবসময় হাসিমুখে থাকতেন, ভদ্র ছিলেন এবং আমাদের পাশে ছিলেন। তোমাকে খুব মিস করবো দাদা। শান্তিতে ঘুমাও। তোমার স্মৃতি থাকবে প্রতিটি ফ্রেমে, প্রতিটি হৃদয়ে।”

আরও পড়ুন- Pakistan School bus attack: পাকিস্তানে প্রলয়! আত্মঘাতী গাড়িবোমায় উড়ল স্কুলবাস, ছিন্নভিন্ন ৫...

কিকু শারদাও এই ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, “আমরা তোমাকে মিস করব, দাস দাদা।” দাস দাদার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, তিনি ২০১৮ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন, যা তার ফটোগ্রাফির জগতে অবদানের স্বীকৃতি। তিনি প্রায়ই ক্যামেরার পেছনের দৃশ্যে, কপিল ও তার টিমের খুনসুটির মুহূর্তগুলো ধরে রাখতেন। তাঁর হঠাৎ চলে যাওয়া কপিল শর্মা শো-এর এই ঘনিষ্ঠ পরিবারের মধ্যে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More