Home> বিনোদন
Advertisement

৪৮ বছর বয়সে পঞ্চমবারের জন্য বিয়ের পিঁড়িতে, কে এই অভিনেত্রী

তিনি মানেই সেনসেশন। আবার শিরোনামে এই অভিনেত্রী। ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এর আগেও অবশ্য চারবারের জন্য গাঁটছড়া বেঁধেছিলেন ৪৮ বছরের এই অভিনেত্রী।

৪৮ বছর বয়সে পঞ্চমবারের জন্য বিয়ের পিঁড়িতে, কে এই অভিনেত্রী

ওয়েব ডেস্ক : তিনি মানেই সেনসেশন। আবার শিরোনামে এই অভিনেত্রী। ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এর আগেও অবশ্য চারবারের জন্য গাঁটছড়া বেঁধেছিলেন ৪৮ বছরের এই অভিনেত্রী।

নিজের পঞ্চমবারের জন্য বিয়ের খবরটা জানিয়েছেন তিনি নিজেই। রীতিমতো সাংবাদিক ডেকে তিনি জানিয়েছেন, “আমি আবার কারোর সঙ্গে থাকতে চলেছি।” 

না, আর রাখঢাক না করে এবার বরং খোলসা করে বলে দেওয়াই যাক কার সম্বন্ধে এত কথা। পামেলা অ্যান্ডারসন। অগুনতি পুরুষ হৃদয়ের বুকে হিল্লোল তুলতে নামটাই যথেষ্ট।

fallbacks

গত এক বছর আগেই ডিভোর্স হয় পামেলার। বেশ ঝড়-ঝাপটা যায় হলিউড সুন্দরীর উপর। সেসব সামলে উঠে অবশেষে আবার নতুন সঙ্গীর সঙ্গে নতুন জীবনের পথে পামেলা অ্যান্ডারসন। জানিয়েছেন, দুই ছেলে বড় হয়ে উঠেছে। তাদের নিজেদের জগত্ হয়েছে । তাই কিছুটা একাকিত্ব গ্রাস করছিল। সেই কারণেই ফের বিয়ের সিদ্ধান্ত।

Read More