Home> বিনোদন
Advertisement

অভিনেতা রাজপাল যাদবকে ছয় দিনের হাজতবাসের নির্দেশ সুপ্রিম কোর্টের

ধোপে টেকেনি তাঁর কোনও ওজর-আপত্তি। সব আর্জি নাকচ করে দিয়ে বলিউড অভিনেতা রাজপাল যাদবকে ছয় দিনের জেলের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন এই কমেডি অভিনেতা।

অভিনেতা রাজপাল যাদবকে ছয় দিনের হাজতবাসের নির্দেশ সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক : ধোপে টেকেনি তাঁর কোনও ওজর-আপত্তি। সব আর্জি নাকচ করে দিয়ে বলিউড অভিনেতা রাজপাল যাদবকে ছয় দিনের জেলের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন এই কমেডি অভিনেতা।

fallbacks

আসল গল্পটা অবশ্য বেশকিছু দিন আগেই শুরু হয়। ২০১০ সালে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ কোটি টাকা লোন নিয়ে সিনেমা বানান রাজপাল। ২০১২-তে সিনেমাটি মুক্তি পেলেও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। এরপরই রাজপাল আর টাকা ফেরত দেওয়ার কোনও নামগন্ধ করেনি বলে অভিযোগ। আগরওয়াল নামে সেই ব্যবসায়ী রাজপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ২০১৩-তে সেই মামলায় ১০ দিনের জেল হয় রাজপালের। সেই মেয়াদেরই বাকি এই ছয় দিন।

Read More