Home> বিনোদন
Advertisement

বিয়ে করতে চলেছেন এই প্রাক্তন বিগ বস প্রতিযোগী

প্রাক্তন বিগ বস প্রতিযোগী মন্দনা করিমি। বিগ বসের মঞ্চে আমরা তাঁকে সারাক্ষণ ক্যামেরার সামনে থাকতে দেখেছি। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়তে দেখেছি। এবার তিনি বিয়ে করতে চলেছেন। নিজের বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

বিয়ে করতে চলেছেন এই প্রাক্তন বিগ বস প্রতিযোগী

ওয়েব ডেস্ক: প্রাক্তন বিগ বস প্রতিযোগী মন্দনা করিমি। বিগ বসের মঞ্চে আমরা তাঁকে সারাক্ষণ ক্যামেরার সামনে থাকতে দেখেছি। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়তে দেখেছি। এবার তিনি বিয়ে করতে চলেছেন। নিজের বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

fallbacks

রবিবার সন্ধেবেলা ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেন ইরানিয়ান সুন্দরী মন্দনা করিমি। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর আঙুলে বিয়ের আংটি। শুধু তাই নয়, ছবির নিচে পোস্টে লেখা রয়েছে, 'i said yes'।

 

 

I said Yes ❤️

A photo posted by Mandanakarimiofficial (@mandanakarimi) on

ঘণিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, মন্দনা তাঁর প্রেমিক গৌরব গুপ্তার সঙ্গে এই বছরেরই শেষের দিকে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

Read More