Home> বিনোদন
Advertisement

৬১ বছর বয়সেও অসাধারণ ফিটনেস এই অভিনেতার

শুধু কমবয়সেই নয়, ফিটনেসের জন্য যে বয়স কোনও বাধাই নয়, তা ফের একবার প্রমাণ করে দিলেন বলিউডের অন্যতম বর্ষীয়াণ অভিনেতা অনুপম খের। সাধারণত আমরা শাহরুখ খান, সলমন খান, আমির খান, হৃত্বিক রোশন, জন আব্রাহামেদের জিম করা ফিজিকের ছবি দেখে অভ্যস্থ। কিন্তু এবার বর্ষীয়াণ অভিনেতা অনুপম খেরের জিমের ছবি দেখলে তাক লেগে যাবে।

৬১ বছর বয়সেও অসাধারণ ফিটনেস এই অভিনেতার

ওয়েব ডেস্ক: শুধু কমবয়সেই নয়, ফিটনেসের জন্য যে বয়স কোনও বাধাই নয়, তা ফের একবার প্রমাণ করে দিলেন বলিউডের অন্যতম বর্ষীয়াণ অভিনেতা অনুপম খের। সাধারণত আমরা শাহরুখ খান, সলমন খান, আমির খান, হৃত্বিক রোশন, জন আব্রাহামেদের জিম করা ফিজিকের ছবি দেখে অভ্যস্থ। কিন্তু এবার বর্ষীয়াণ অভিনেতা অনুপম খেরের জিমের ছবি দেখলে তাক লেগে যাবে।

fallbacks

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ট্যুইটারে অভিনেতা অনুপম খেরের জিম করার ছবি পোস্ট করেছেন বলিউডের অন্যতম ফিটনেস সচেতন অভিনেতা সলমন খান। ৬১ বছর বয়সেও অনুপম খের যেভাবে তাঁর ফিটনেস ধরে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

Read More