Home> বিনোদন
Advertisement

Tollywood: জনপ্রিয় অভিনেতার মৃত্যু! তদন্তে নেমে অন্য রহস্যের খোঁজ পুলিসের...

Tollywood: বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত জীবনে রয়েছে নানা ঘাত প্রতিঘাত। হঠাত্‍ই তৃতীয় বিবাহ বার্ষিকীর দিন মারা যান সেই ফিল্মস্টার। তদন্তে নামে পুলিস। 

Tollywood: জনপ্রিয় অভিনেতার মৃত্যু! তদন্তে নেমে অন্য রহস্যের খোঁজ পুলিসের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হৃষিকেশ চট্টোপাধ্যায় একজন খ্যাতনামা ফিল্ম স্টার, বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন সুপারমডেল পায়েল সেনগুপ্তকে। পায়েল ছিলেন একটা রেস্টুরেন্টের ফেস, হঠাৎ দেখাতে পায়েল ও হৃষিকেশের প্রেম হয়। প্রেম থেকে বিয়ে। কিন্তু তাঁদের তৃতীয় বিবাহ বার্ষিকীর দিন মারা যান হৃষিকেশ। 

আরও পড়ুন- AR Rahman's Divorce: 'ওর কোনও দোষ নেই, আসলে আমিই...', অবশেষে বিচ্ছেদের কারণ জানালেন রহমানের স্ত্রী সায়রা...

আসল খেলা শুরু হৃষিকেশের মৃত্যু থেকে। পরের দিন পুলিস ইন্সপেক্টর সম্রাটের উপরে তদন্তের দায়িত্ব পড়ে। মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমে হতচকিত পুলিস। কীভাবে হল এই মার্ডার? আদৌ কি এটা মার্ডার নাকি এর পিছনে রয়েছে আরও অনেক কিছু রহস্য। এই সবকিছু নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ 'প্রহেলিকা'। 

এবার টানটান থ্রিলার ওয়েব সিরিজে একসঙ্গে মৈনাক বন্দ্যোপাধ্যায়, উপাসনা ঘোড়ুই, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। সিরিজের নাম 'প্রহেলিকা'। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অয়ন দে৷ এক ফিল্মস্টারকে কেন্দ্র করে তৈরি থ্রিলারের প্লট।

fallbacks

আরও পড়ুন- Dev | Ghatal: শিশুমেলার বৈঠকে ধুন্ধুমার! সাংসদ দেবের সামনেই শুরু গোষ্ঠী কোন্দল, ঝরল রক্তও...

সিরিজে ইন্সপেক্টর সম্রাটের চরিত্রে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, পায়েলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী উপাসনা ঘোড়ুই ও অনুরাগের চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। ছবিতে আরও একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

পরিচালক অয়ন দে জানান ' সিরিজটি আসলে পুরোপুরি থ্রিলার। খুন ও রহস্যের বেড়াজালে গল্পের স্রোত এগিয়ে যাবে। এই সিরিজের খুব গুরুত্বপূর্ণ পার্ট হল মিউজিক। আশা করছি গল্পটা দর্শকদের ভালো লাগবে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More