Home> বিনোদন
Advertisement

ইদ, কিক, সলমন! খরচা তো একটু হবেই, দাম বাড়ছে টিকিটের

ইদ, কিক, সলমন! খরচা তো একটু হবেই, দাম বাড়ছে টিকিটের

একে ইদ, তায় সলমন। একটু বেশি খরচা তো করতেই হবে। শুক্রবার মুক্তি পেয়েছে সলমন খানের কিক। আর মুক্তির দিন থেকেই টিকিটের দাম বাড়ছে চড়চড় করে।

মাল্টিপ্লেক্সে টিকিট বিকোচ্ছে ১৫ থেকে ২০ শতাংশ বেশি দামে। তবে বাজার বলছে উত্‍সবের মরসুমে টিকিটের দাম এমনিতেই চড়া থাকে। আর সলমন ভক্তরাও তাঁর ছবির জন্য একটু বেশি খরচা করতে দুবার ভাবেন না। সন্ধে ও বেশি রাতের শোয়ে টিকিটের দাম দিনের শোয়ের থেকে বেশি রয়েছে। আর ছবি যদি ব্যাবসা করে ভাল, তবে খুব তাড়াতাড়ি টিকিটের দাম কমারও কোনও আশা দেখা যাচ্ছে না।

সেই কারণেই ডিস্ট্রিবিউটররাও উত্‍সবের মরসুমে একের বেশি তারকা ছবি মুক্তি পাওয়ার বিরোধী। সলমনের এক থা টাইগার ও আমিরের ধুম থ্রিও সেই ফর্মুলা মেনেই মুক্তি পেয়েছে।

 

Read More