Home> বিনোদন
Advertisement

আবার একসঙ্গে দেখা যাবে টাইগার এবং কৃতীকে

টাইগর শ্রফ এবং কৃতী শ্যাননের বলিউডে অভিষেক হয়েছিল হিরোপন্তি সিনেমা দিয়ে। এরপর বেশ খানিকটা সময় এগিয়ে গিয়েছে। একের পর এক সিনেমা.য় অভিনয় করে চলেছেন টাইগার। খুব একটা পিছিয়ে নেই শ্যাননও। আবার দুজনকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যাবে। তবে, এবার কিন্তু কোনও সিনেমায় একসঙ্গে কাজ করছেন না দুজনে। বরং, একটি বিজ্ঞাপনেই একসঙ্গে দেখা যেতে চলেছে টাইগার আর কৃতীকে।

 আবার একসঙ্গে দেখা যাবে টাইগার এবং কৃতীকে

ওয়েব ডেস্ক: টাইগর শ্রফ এবং কৃতী শ্যাননের বলিউডে অভিষেক হয়েছিল হিরোপন্তি সিনেমা দিয়ে। এরপর বেশ খানিকটা সময় এগিয়ে গিয়েছে। একের পর এক সিনেমা.য় অভিনয় করে চলেছেন টাইগার। খুব একটা পিছিয়ে নেই শ্যাননও। আবার দুজনকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যাবে। তবে, এবার কিন্তু কোনও সিনেমায় একসঙ্গে কাজ করছেন না দুজনে। বরং, একটি বিজ্ঞাপনেই একসঙ্গে দেখা যেতে চলেছে টাইগার আর কৃতীকে।

আরও পড়ুন এক হেলিকপ্টার আর তিন প্রিয় ক্রিকেটার

টাইগার এখন খুবই ব্যস্ত। বেশ কয়েকটি সিনেমাতে তিনি কাজ করছেন। এরমধ্যে অবশ্যই রয়েছে বাগির সিকুয়েলও। এমন নয় যে, বসে রয়েছেন কৃতীও। তাঁর হাতেও সামনে রয়েছে অন্তত তিনটে সিনেমার কাজ। তাই এতসবের মধ্যেও যে দুজনেক একসঙ্গে দেখা যাবে, এটা ভেবেই আনন্দ পেতে পারেন এই দুই তারকার ভক্তরা।

আরও পড়ুন  কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে রক্ত গরম করা টুইট করলেন বিজেন্দর

Read More