Home> বিনোদন
Advertisement

ছবি তুলতে গিয়ে লেন্সে রয়্যাল প্রাণী, ফোটোগ্রাফার সুন্দরী নায়িকা

বাঘের প্রতিক্ষায় ছিলেন অভিনেত্রী, দূর থেকে তাক করছিলেন। তারপর....

ছবি তুলতে গিয়ে লেন্সে রয়্যাল প্রাণী, ফোটোগ্রাফার সুন্দরী নায়িকা

নিজস্ব প্রতিবেদন: রবিনা টন্ডন (Raveena Tandon) তাঁর সখ মেটাতে এবার হাতে নিলেন ক্য়ামেরা। জঙ্গল সাফারিতে ব্যস্ত অভিনেত্রী। নিত্য নতুন ছবি পোস্ট করছেন ইনস্টাগ্রামে। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ নায়িকা। বাঘের প্রতিক্ষায় ছিলেন অভিনেত্রী, দূর থেকে তাক করছিলেন। বাঘমামাকে দেখেই সঙ্গে সঙ্গে ক্লিকের বন্যা।

আরও পড়ুন: শরীরে কাপড়ের লেশমাত্র নেই, অর্ধনগ্ন হয়ে মা হওয়ার সুখবর দিলেন Cardi B

fallbacks

সবকটি ছবি নিজের অফিশিয়াল পেজে শেয়ার করেছেন নায়িকা। ফটোগ্রাফি তাঁর অন্যতম প্রিয় বিষয়। তাই অ্যাঙ্গেল বুঝে ফ্রেম করলেন বাঘমামাকে। বান্ধবগড় ডায়েরিজ এ এবার যুক্ত হল বাঘের ছবিও। রাস্তা পার করতে দেখা গেল বাঘকে। পরিবারের সঙ্গে ছুটি চুটিয়ে মজা করছেন রবিনা (Raveena Tandon)।

 

জঙ্গলে যাওয়ার আগে নিয়ম কানুন বুঝে নিয়েছেন অভিনেত্রী।তাই বাঘকে রাস্তা ক্রস করতে দেখেই হুড খোলা জিপ থামিয়ে দিয়েছেন। সম্পূর্ণ দৃশ্যটি নিজের কাছে রেখে দিতে ভিডিয়ো তুলেছেন অভিনেত্রী। ম্য়াজিকাল মুহূর্ত তুলে রেখেছেন নিজের কাছে। মগধিগেট-এ ঢুকেই এই দৃশ্য় দেখে আপ্লুত নায়িকা। বান্ধবগড়ে ঘুরে বাঘমামাকে দেখে একটি পেজও খুলে ফেলেছেন অভিনেতা, নাম দিয়েছেন 'বজরঙ্গ দ্য টাইগার'।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More