Home> বিনোদন
Advertisement

চুপিসাড়ে অনুষ্ঠান, বিয়ে সারলেন Salman-র কাছের মানুষ

নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন 

চুপিসাড়ে অনুষ্ঠান, বিয়ে সারলেন Salman-র কাছের মানুষ

নিজস্ব প্রতিবেদন : ​চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন পরিচালক আলি আব্বাস জাফর। চুপচাপ বিয়ে সেরে নিয়ে নতুন ছবি শেয়ার করেন বলিউডের (Bollywood) এই জনপ্রিয় পরিচালক। যেখানে স্ত্রীর হাত ধরে ছবি তোলেন আলি। যদিও  স্ত্রীর ছবি প্রকাশ করেননি টাইগার জিন্দা হ্যায়-এর পরিচলক।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের ছবি পোস্ট করে 'বিসমিল্লাহ' লিখতে দেখা যায় আলি আব্বাস জাফরকে। দুজনকেই ঐতিহ্যবাহী পোশাকে সেজে বিয়ের ছবি তুলতে দেখা যায়। আলি আব্বাস জাফরের বিয়ের ছবি দেখে তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করে বলিউড অভিনেতারা। ক্যাটরিনা কাইফ থেকে, সুনীল গ্রোভার কিংবা ইসাবেল কইফ, প্রত্যেকে আলিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। পাশাপাশি স্ত্রীর সঙ্গে আলির ভবিষ্যত জীবন যাতে হাসিখুশিতে ভরে যায়, সেই আশাও প্রকাশ করেন বলিউড তারকারা। যদিও আলি আব্বাস জাফরের অন্যতম প্রিয় বন্ধু সলমন খান (Salman Khan) তাঁকে শুভেচ্ছা জানান কি না, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন : 'তোমার সঙ্গে আত্মার সম্পর্ক', বিশেষ বন্ধু রোহমানের জন্মদিনে আবেগপ্লুত Sushmita Sen

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

টইগার জিন্দা হ্যায়, সুলতান-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় সলমনের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন আলি আব্বাস জাফর। সিনেমার পাশাপাশি এবার ওটিটি রিলিজ নিয়ে কাজ শুরু করেছেন আলি আব্বাস জাফর। সইফ আলি খান, জিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভারদের সঙ্গে পরবর্তী কাজ শুরু করেছেন আলি।

Read More