Home> বিনোদন
Advertisement

প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেল ‘টয়লেট: এক প্রেম কথা’-র দ্বিতীয় দিনের ব্যবসা

প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেল ‘টয়লেট: এক প্রেম কথা’-র দ্বিতীয় দিনের ব্যবসা

ওয়েব ডেস্ক: বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের নতুন ছবি টয়লেট: এক প্রেম কথা । ছবিটিকে ঘিরে বহুদিন ধরেই দর্শকদের মনে প্রত্যাশা জমেছিল। আর তার প্রভাব গিয়ে পড়ল বক্স অফিস কালেকশন এ।

সিনেমা সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে টুইট করে টয়লেট: এক প্রেম কথা ছবির দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন জানিয়েছেন। প্রথম দিনেই ছবিটি ১৩.১০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবির দ্বিতীয় দিনের ব্যবসা প্রথম দিনকে ছাপিয়ে গেল। দ্বিতীয় দিনে এই ছবি ব্যবসা করেছে ১৭.১০ কোটি টাকার। প্রথম এবং দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন দেখে আশা করা যাচ্ছে আগামিদিনে আরও ভালো ব্যবসা করবে। লক্ষ্য রয়েছে রবিবারের ব্যবসার দিকে।

জানেন প্রথম দিনেই কত কোটির ব্যবসা করল অক্ষয় কুমারের ‘টয়লেট: এক প্রেম কথা’?

জানেন রাধা কেন কৃষ্ণকে বিয়ে করেননি?

Read More