Home> বিনোদন
Advertisement

Arindam Sil: 'টালিগঞ্জের এক অভিনেত্রীকে চুরি করতে দেখে ফেলেছিলাম! তাই আমার উপর ওঁর এত রাগ...'

Arindam Sil: এই যুদ্ধে তিনি পাশে পেয়েছেন তাঁর পরিবারকে। তাঁর স্ত্রী, কন্যা, টালিগঞ্জের বহু বন্ধু-বান্ধব এই দুঃসময়ে তাঁর পাশে ছিলেন। এই পডকাস্টে তিনি টালিগঞ্জ নিয়ে আরও অনেক বিস্ফোরক কথাই বলেছেন। 

 Arindam Sil: 'টালিগঞ্জের এক অভিনেত্রীকে চুরি করতে দেখে ফেলেছিলাম! তাই আমার উপর ওঁর এত রাগ...'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবর্ত, আবার শবর, ব্যোমকেশ সিরিজ, মিতিন মাসি, ঈগলের চোখ- বাংলা ছবির ইতিহাসে এমনই কিছু ভালো ছবি একের পর এক দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা-পরিচালক অরিন্দম শীল। তাঁর দীর্ঘ ছবির কেরিয়ারে পরিচালনায় তিনি যেমন সাফল্য অর্জন করেছেন, ঠিক তেমনই সমালোচনা কুড়িয়েছেন অজস্র। ২০২৪ তাঁর কেরিয়ারে খুব একটা ভালো সময় ছিলনা। টালিগঞ্জের 'মিটু' অভিযোগে তিনি বিদ্ধ হয়েছেন। তাঁকে পরিচালক গিল্ড বরখাস্তও করেছে। টালিগঞ্জের এক নামী অভিনেত্রী তাঁর বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ এনেছিলেন। অভিযোগ জমা পরে রাজ্য মহিলা নির্বাচন কমিশনে। সেখান থেকেই পদক্ষেপ নেয় টালিগঞ্জের পরিচালক গিল্ড। তাঁকে সাসপেন্ড করা হয়েছিল অর্থাৎ কোনরকম ছবি আর তিনি আর কিছুদিন বানাতে পারবেন না এরকম অভিযোগে বিদ্ধ হয়েছিলেন পরিচালক  অরিন্দম শীল।

আরও পড়ুন- শাহরুখ-পত্নী গৌরীর বাদশাহি রেস্তোরাঁয় ভেজাল খাবার! তুলকালাম...

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পডকাস্টে তিনি এতদিনে ধরে মনের কোণে জমে থাকা রাগ, দুঃখ, যন্ত্রণা উজার করে দিয়েছেন। তিনি তাঁর নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন। যে অভিনেত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তিনি তাঁর সম্পর্কে জানিয়েছেন- বিদেশের এক এয়ারপোর্টে তিনি সেই নামীয অভিনেত্রীকে চুরি করতে দেখে ফেলেছিলেন। তারপর, তাঁর বিরুদ্ধে তিনি সাক্ষ্যও দিয়েছিলেন। তখন থেকেই সেই অভিনেত্রীর রাগ পরিচালকের উপর। তাই প্রতিহিংসাবশত, ওই অভিনেত্রী এত বছর পর হঠাৎ তাঁর বিরুদ্ধে মিটু এনেছেন। যদিও এই অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছেন পরিচালক।

আরও পড়ুন- সৌরভ কি আর দাদাগিরি করবেন না? তাহলে কি শেষ হতে চলল এই জনপ্রিয় শো? এবার...

এই যুদ্ধে তিনি পাশে পেয়েছেন তাঁর পরিবারকে। তাঁর স্ত্রী, কন্যা, টালিগঞ্জের বহু বন্ধু-বান্ধব এই দুঃসময়ে তাঁর পাশে ছিলেন। এই পডকাস্টে তিনি টালিগঞ্জ নিয়ে আরও অনেক বিস্ফোরক কথাই বলেছেন। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে বলে তিনি মনে করেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More