Home> বিনোদন
Advertisement

'মোটা পা' কেন দেখাচ্ছেন? আক্রমণ করিনাকে

'মোটা পা' কেন দেখাচ্ছেন? আক্রমণ করিনাকে

ওয়েব ডেস্ক : আম্বানিদের পার্টিতে হাজির হয়েছিলেন তিনি। শোনা যায়, আম্বানিদের পার্টিতে হাজির হয়ে এক ছাদের নীচে ফের একে অপরের খোঁজ নেন করিনা কাপুর খান এবং হৃত্বিক রোশন। যা নিয়ে সংবাদমাধ্যমে জল্পনাও ছড়ায়। কিন্তু, এবার আম্বানিদের পার্টিতে হাজির হওয়ার পর করিনা কাপুর খানকে যেভাবে কটাক্ষ করা হল নেটিজেনদের একাংশের তরফে, তা নিয়ে জোর তরজা শুরু হয়েছে।

মালাইকা অরোরা খানের পর এবার করিনা। ৪০ পেরোনো একজন মা কীভাবে ওই ধরণের পোশাক পরেন, তা নিয়ে মালাইকাকে সোশ্যাল সাইটে আক্রমণের পর এবার নেটিজেনদের একাংশের তোপের মুখে বেগম সাহেবা।

fallbacks

fallbacks

আম্বানিদের পার্টিতে করিনা যখন করিশ্মার সঙ্গে হাজির হন, সেই সময় নেটিজেনদের তোপের মুখে পরেন। করিনা কেন ‘মোটা পা’ বের করে ছবি তুলছেন, তা নিয়ে তোলা হয় প্রশ্ন। শুধু তাই নয়, করিনাকে কটাক্ষও করা হয় বিভিন্ন ভাবে।

fallbacks

Read More