Home> বিনোদন
Advertisement

কবে মুক্তি পাবে সলমন খানের ‘টিউবলাইট’ ছবির ট্রেলার? জানালেন পরিচালক

সলমন খানের ছবি মানেই মুক্তির বহুদিন আগে থেকেই ছবি ঘিরে উন্মাদনা শুরু হয়ে যায়। একের পর এক ব্লক বাস্টার হিট ছবি দর্শকদের উপহার দেন বলিউড ভাইজান সলমন খান। অনেকদিন ধরেই তাঁর নতুন ছবি টিউবলাইটের শ্যুটিংয়ের কথা শোনা যাচ্ছিল। এবার সেই ঠবির ট্রেলার মুক্তির দিন ঘোষণা করলেন ছবির পরিচালক কবীর খান।

কবে মুক্তি পাবে সলমন খানের ‘টিউবলাইট’ ছবির ট্রেলার? জানালেন পরিচালক

ওয়েব ডেস্ক: সলমন খানের ছবি মানেই মুক্তির বহুদিন আগে থেকেই ছবি ঘিরে উন্মাদনা শুরু হয়ে যায়। একের পর এক ব্লক বাস্টার হিট ছবি দর্শকদের উপহার দেন বলিউড ভাইজান সলমন খান। অনেকদিন ধরেই তাঁর নতুন ছবি টিউবলাইটের শ্যুটিংয়ের কথা শোনা যাচ্ছিল। এবার সেই ঠবির ট্রেলার মুক্তির দিন ঘোষণা করলেন ছবির পরিচালক কবীর খান।

সলমন খানের নতুন ছবি টিউবলাইটের পরিচালক কবীর খান জানিয়েছেন যে, ২৫ মে মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার। প্রসঙ্গত, ২৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবির পরিচালক এবং লেখক কবীর খান।

কার বিপরীতে বলিউডে অভিষেক হতে চলেছে সইফ কন্যা সারা আলি খানের?

Read More