Home> বিনোদন
Advertisement

Ranojoy Bishnu: মেঝেতে ছড়িয়ে কাচের টুকরো-মাটি! সারা শরীরে আঁচড়ের দাগ, হচ্ছেটা কী? জেরবার রণজয়...

Tv Actor Ranojoy Bishnu: প্রায়শই ভৌতিক বা অলৌকিক গল্প, নাটক, সিনেমায় যা সব কাণ্ড শোনা যায়, সেরকমই কিছু ঘটছে রণজয় বিষ্ণুর সঙ্গে। বন্ধ ঘরেই লন্ডভন্ড অবস্থা। ছড়িয়ে ছিটিয়ে আছে কাচ। তারপর...

Ranojoy Bishnu: মেঝেতে ছড়িয়ে কাচের টুকরো-মাটি! সারা শরীরে আঁচড়ের দাগ, হচ্ছেটা কী? জেরবার রণজয়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই হাসিমুখে জন্মদিন কাটাচ্ছিলেন, তাঁর ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে' চলছেও রমরমিয়ে, সবমিলিয়ে ভালো সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। তবে এরই মাঝে বিপত্তি। রণজয়ের বাড়িতে ঘটছে অদ্ভুক অদ্ভুত ঘটনা। যা বেশ অলৌকিক। তা থেকেই উদ্বিগ্ন অভিনেতা। 

আরও পড়ুন- Nussrat-Yash Separation: আলাদা হয়েছে যশরতের ছাদ! তৃতীয় ব্যক্তির আগমনে ভাঙছে যশ-নুসরতের সংসার?

প্রায়শই ভৌতিক বা অলৌকিক গল্প, নাটক, সিনেমায় যা সব কাণ্ড শোনা যায়, সেরকমই কিছু ঘটছে রণজয় বিষ্ণুর সঙ্গে। অন্তত অভিনেতা, তাঁর বাড়িতে ঘটে যাওয়া যেসব ঘটনার কথা বলছেন, তা সত্যিই অলৌকিক। একটি ভিডিয়ো পোস্ট করেছেন রণজয়। ক্যাপশনে লেখেন, 'কী হচ্ছে, কেন হচ্ছে ? কোনো ক্লু নেই। ঘরের দরজা-জানলা বন্ধ থাকলে ,হাওয়া ঢোকার কোনও সম্ভাবনা নেই কিন্তু তারপরেও ঘটনাগুলো এমন ঘটছে যেন দমকা হাওয়ায় সবটা উড়িয়ে নিয়ে গেছে। অদ্ভুত! কেন হচ্ছে যেহেতু জানিনা তাই এর কোন প্রতিকারের উপায় ও আমার জানা নেই। 

রণজয়ের ভিডিয়ো দেখে উদ্বিগ্ন ফ্যানেরা। অনেকেই তাঁকে নানা পরামর্শ দিচ্ছেন। রণজয়ের ভিডিয়োতে দেখা যায়, ঘরের দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও সারা ঘরে মাটি ভর্তি। ছড়িয়ে ছিটিয়ে আছে কাচ। অভিনেতা জানান, 'আমার ছবি পড়ে আছে, গাছ ভেঙে আছে। জানলা দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরোই। তাও কটা গাছ তুলে রেখেছি। তবে মনে হল ভিডিয়ো বানাই। কোনও কারণ নেই কিন্তু এটা হওয়ার। দরজা জানলা সব বন্ধ। তাও টব পড়ে, ছবি পড়ে আছে। কিছুদিন ধরেই এমন হচ্ছে।'

আরও পড়ুন- Engineer become Mango Farmer: ইঞ্জিনিয়ারিং ছেড়ে চাষবাস! আম ফলিয়েই মালামাল বাঁকুড়ার যুবক, এক পিস ২০০০...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANO JOY (@rano_joy22)

এখানেই শেষ নয়। রণজয় আরও বলেন, 'নানা সময়ে দেখি, হাতে কাটা দাগ থাকে, ঘুম থেকে উঠে মাঝে মাঝেই পা নাড়াতে পারি না, কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি নিজেও জানি না যে কী হচ্ছে, কেন হচ্ছে। তবে এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। গত প্রায় ৩-৪ মাস ধরে হচ্ছে। এরম বহুবার হয়ে রয়েছে যে ঘুম থেকে উঠে দেখলাম যে হাতে স্ক্র্যাচ হয়ে রয়েছে, বা কোথাও আঁচড়ের দাগ। এর প্রতিকার আমার জানা নেই'। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More