Home> বিনোদন
Advertisement

শ্যুটিংয়ের ফাঁকে 'দেশের মাটি'র মেকআপ রুমে জমিয়ে নাচ Shruti, Rukma, Sairity-দের

শ্যুটিংয়ের ফাঁকে অন্যরূপে ধরা দিলেন 'মাম্পি' ওরফে অভিনেত্রী রুকমা রায়।

শ্যুটিংয়ের ফাঁকে 'দেশের মাটি'র মেকআপ রুমে জমিয়ে নাচ Shruti, Rukma, Sairity-দের

নিজস্ব প্রতিবেদন : বহুদিন ধরেই ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das), রুকমা রায় (Rukma Roy) ও সৈরিতি বন্দ্যোপাধ্যায় (Sairity Banerjee)। এই মুহূর্তে 'দেশের মাটি' ধারাবাহিকের দৌলতে নিত্যদিনই আলোচনায় থাকছেন এই তিন তারকা। আপাতত 'রাজা-মাম্পি'র বিয়ে নিয়ে মজে রয়েছেন 'দেশের মাটি'র দর্শক। তবে শ্যুটিংয়ের ফাঁকে অন্যরূপে ধরা দিলেন 'মাম্পি' ওরফে অভিনেত্রী রুকমা রায়।

মেকআপ রুমে জমিয়ে নাচলেন 'মাম্পি' ওরফে রুকমা। তাঁর সঙ্গী 'দেশের মাটির' 'নোয়া' অর্থাৎ অভিনেত্রী শ্রুতি দাস, এবং সৈরিতি বন্দ্যোপাধ্যায়। কৃতি শ্যাননের 'মিমি' (Mimi) ছবির 'পরম সুন্দরী' গানের তালে কোমর দোলাতে দেখা গেল ছোট পর্দার তিন তারকাকে। তবে শুধু 'পরম সুন্দরী' গানে নয়, পরক্ষণেই 'কুছ কুছ হোতা হ্যায়' (Kuch Kuch Hota Hai) ছবির 'কেয়া রঙ্গ লায়ে মেরি দুয়া' গানেও পারফর্ম করতে দেখা গেল তাঁদের।

আরও পড়ুন-'প্রজাপতি দীর্ঘদিন শুঁয়োপোকা থাকতে পারে না', কেন এমন লিখলেন Nusrat?

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Das (@shrutidas_real)

তবে সিনেমার গানে শ্রুতি(Shruti Das), রুকমা (Rukma Roy), সৈরিতি (Sairity Banerjee)দের পারফর্ম করার ঘটনা নতুন নয়, দর্শকদের বিনোদন দিতে প্রায়দিনই এমনই কোনও না কোনও গান কিংবা ডায়ালগে পারফর্ম করতে দেখা যায় তাঁদের। টেলিভিশনের পর্দার বাইরে সোশ্যাল মিডিয়ায় পছন্দের টেলি তারকাদের এভাবে পেয়ে বেশ খুশিই হন অনুরাগীরাও। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More