জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯৫ তম আকাডেমি অ্যাওয়ার্ডে ভারতীয় চলচ্চিত্র 'RRR' নিয়ে রোমাঞ্চিত ছিলেন ফ্যানেরা। 'RRR' এর পরিচালক, এসএস রাজামৌলি, অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর উপস্থিত ছিলেন সেই অ্যাওয়ার্ডে। তার উপর, অস্কারে 'RRR' ছবির বিখ্যাত গান 'নাটু নাটু', সেরা মৌলিক গান সেকশানে জয় লাভ করাতে গোটা দেশজুড়ে উৎসব। কিন্তু, অনুষ্ঠানের রাতে অভিজ্ঞ হোস্ট জিমি কিমেলের ভুল ঘোষণা মেনে নিতে পারলেন না নেটিজেনরা। এই নিয়ে তৃতীয়বার অস্কার হোস্ট করার সময়, তেলুগু ভাষার ফিল্ম 'RRR' ভারতীয় ছবির পরিবর্তে বলিউড মুভি বলার সঙ্গে সঙ্গেই ক্ষিপ্ত হয়ে ওঠলেন ফ্যানেরা।
আরও পড়ুন, Oscars 2023: লেডি গাগার ছবি তুলতে হবে! দৌড়তে গিয়ে মুখ থুবড়ে পড়লেন ফটোগ্রাফার...
এস এস রাজামৌলির পরিচালনায় 'RRR' একটি তেলুগু ভাষার ভারতীয় ফিল্ম। ছবিটি সেরা মৌলিক গান 'নাটু নাটু'র জন্য মনোনীত হয়েছিল অস্কারে। অনুষ্ঠানের রাতে আমেরিকান হোস্ট ও কমেডিয়ান জিমি কিমেল তাঁর বক্তব্যের শুরুতেই 'RRR' ফিল্মটিকে বলিউড মুভি হিসেবে সম্বোধন করলে নেটিজেনরা জানালেন প্রতিবাদ। সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। টুইটারে জিমি কিমেলের প্রতি নিন্দা জানালেন সাধারণ মানুষ। প্রতিবাদের মাধ্যমেই হতাশা প্রকাশ করেছেন বহু মানুষ।
যেমন, একজন টুইটারে লেখেন, 'ভারতে বিভিন্ন ভাষার জন্য আলাদা আলাদা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে...বলিউড মানেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি...যেহেতু কথ্য ভাষা হিসেবে, হিন্দি ভারতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাই বলিউডে হিন্দি বেশি জনপ্রিয়...'RRR' ভারতের দক্ষিণ অংশের একটি তেলুগু ভাষার ছবি'
India has different film industries for different languages...bollywood means hindi language film industry...since hindi is the most spoken language in india bollywood is more popular..rrr is a telugu language film from south part of india
March 13, 2023
আরও পড়ুন, 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'-এর শ্যুটিং শেষে করণ জোহরের আপ্লুত পোস্ট, দেখুন সেই ছবি...
এই বিষয় পরিচালক রাজামৌলিও এর আগেই জোর দিয়েছিলেন যে 'RRR' একটি তেলুগু ছবি, বলিউডের ছবি নয়। তবে, জিমি-র সঙ্গে কো-হোস্ট ছিলেন পর্দার মস্তানি, দীপিকা পাডুকোন। আকাডেমির স্টেজে তাঁর বক্তব্যের শুরুতে 'নাটু নাটু'র পারফরম্যান্সের আগে 'RRR'- কে তেলুগু ফিল্ম এবং ভারতীয় প্রোডাকশন বলেই জানান দিয়েছিলেন অভিনেত্রী।
তবে,এত বিতর্কের মাঝেও 'নাটু নাটু'র অস্কার জয়ী হওয়ায় সাধারণ মানুষের উচ্ছ্বাস ধরা পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। এমনকী আকাডেমি অ্যাওয়ার্ডে 'নাটু নাটু' গানে নেচে মঞ্চ কাঁপান আমেরিকান নৃত্যশিল্পী লরেন গটলিব। তাঁর সঙ্গে তালে তাল মিলিয়ে সকলের মন জয় করেন রাম চরণের রাম এবং জুনিয়র এনটিআরের ভীমের পোশাকে, দুই পুরুষ নৃত্যশিল্পী। স্ট্য়ানডিং ওভেশন পেয়ে তাঁদের পারফরম্যান্সটি শেষে হয়।