জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক কনসার্টে মহিলা অনুরাগীকে চুম্বন, সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে ৬৯ বছরের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। তাঁর চুম্বনের বেশ কিছু ভিডিও নিয়ে শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নানা রকম বিতর্ক। এরই মাঝে মুম্বই বিমানবন্দরে দেখা গেল তাঁর ছেলে আদিত্য নারায়ণকে। এমনভাবে চেহারা ঢেকেছেন যে তাঁকে দেখে চেনা দায়! সেখান থেকেই উঠছে নয়া প্রশ্ন।
কয়েকদিন আগেই মঞ্চে গান গাইতে গাইতে এক মহিলা অনুরাগীকে চুমু খান উদিত নারায়ণ আর তা নিয়েই ছড়িয়ে পড়ে শোরগোল, তীব্র সমালোচনার পাশাপাশি কটাক্ষেরও শিকার হয়েছেন গায়ক। এমন বিতর্কের মাঝেই প্রকাশ্যে হঠাৎ দেখা মিলেছে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণকে। মুম্বই বিমানবন্দরে দেখা গেছে তাকে। তবে চোখ-মুখ একেবারে ঢাকা অবস্থায়। এদিন তার পরনে সানগ্লাস, টুপি, আর মাস্কে ঢাকা মুখ। মুম্বইয়ে খুব একটা ঠান্ডা না থাকলেও তার মাথায় ছিল উলের টুপি। আর তাতেই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি বাবার চুমুকাণ্ডের কারণেই মুখ ঢেকে চলছেন উদিত পুত্র?
আদিত্যকে এমন অবস্থায় দেখে এক নেটিজেন লিখেছেন, ‘এমন কাজ কেন করো যে তোমার ছেলেকেও মুখ ঢেকে বাইরে যেতে হবে।’ কেউ আবার লিখেছেন, ‘বাবার চুম্বনের ফলাফল।’ কারও মতে, ‘বাবা চুম্বন করে আর ছেলে মানুষকে মারধর করে। নামের গৌরব বয়ে আনার ক্ষেত্রে বাবা ছেলের থেকেও এগিয়ে।’
আরও পড়ুন- Sanjay Dutt: চেনেন না অথচ সঞ্জয় দত্তের নামে ৭২ কোটির সম্পত্তি রেখে গেলেন নিশা, কে এই নারী?
প্রসঙ্গত, সম্প্রতি লাইভ শো চলাকালীন সেলফি তুলতে আসা মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করায় সমালোচনার মুখে পড়েন ৬৯ বছরের উদিত। সামাজিক মাধ্যমে উদিতের কাণ্ড ভাইরাল হয়ে যাওয়ায় ধেয়ে আসে কটাক্ষের ঝড়। উল্টে উদিত বলে বসেন, এরকম হয়েই থাকে। এরপরে আরও একটি অনুষ্ঠানে মহিলা অনুরাগীকে চুম্বন করতে দেখা যায় উদিতকে। এমনকী ভাইরাল হয়ে যায় একাধিক ভিডিয়ো যেখানে সহশিল্পী অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষালকেও আচমকা চুমু দিয়ে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন উদিত। বাবার কাণ্ডে কি সত্যিই বিরক্ত আদিত্য? নাকি প্রশ্ন থেকে বাঁচতেই নিজের পরিচয় লুকাতে চেয়েছেন? তা অবশ্য জানা যায়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)