Home> বিনোদন
Advertisement

ছবি মুক্তির ৪৮ ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস 'উড়তা পঞ্জাব'! (দেখুন সেই ছবি)

অনুরাগ কাশ্যপ সহ গোটা 'উড়তা পঞ্জাব'-এর কাছে বড়সড় ধাক্কা। মুক্তির ২দিন আগেই অনলাইনে ফাঁস 'উড়তা পঞ্জাব'-এর সেন্সর কপি। যার পিছনে সেন্সর বোর্ডেরই এক কর্তার হাত রয়েছে বলে অভিযোগ উঠে আসছে। গোটা ঘটনায় হতবাক 'টিম উড়তা পঞ্জাব'। এই ঘটনায় ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন প্রযোজকরা।

ছবি মুক্তির ৪৮ ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস 'উড়তা পঞ্জাব'! (দেখুন সেই ছবি)

ওয়েব ডেস্ক : অনুরাগ কাশ্যপ সহ গোটা 'উড়তা পঞ্জাব'-এর কাছে বড়সড় ধাক্কা। মুক্তির ২দিন আগেই অনলাইনে ফাঁস 'উড়তা পঞ্জাব'-এর সেন্সর কপি। যার পিছনে সেন্সর বোর্ডেরই এক কর্তার হাত রয়েছে বলে অভিযোগ উঠে আসছে। গোটা ঘটনায় হতবাক 'টিম উড়তা পঞ্জাব'। এই ঘটনায় ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন প্রযোজকরা।

দেখুন, লিকড সেন্সর কপির বেশকিছু দৃশ্য,

 fallbacks


গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পঞ্জাবে মাদকাসক্তির পটভূমিকায় তৈরি 'উড়তা পঞ্জাব'। ছবিটিতে ৮৯টি 'কাট'-এর নির্দেশ নিয়ে সেন্সর বোর্ডের প্রধান নিহালরাজ পহেলানির সঙ্গে তীব্র মতবিরোধের জেরে প্রায় আটকে যায় ছবির মুক্তি।
fallbacks

যার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় দেশজুড়ে। গোটা ঘটনায় সেন্সর বোর্ডের বিরুদ্ধে এককাট্টা হয় বলিউড।
fallbacks

বোম্বে হাইকোর্টে দায়ের হয় মামলাও। তবে সোমবার মামলায় সেন্সর বোর্ডের আপত্তিকে খারিজ করে দেন বিচারপতি। এরপরই মুক্তির আলো দেখে ছবিটি। গতকাল ছবি মুক্তির সার্টিফিকেট টুইটও করেন শাহিদ কাপুর।
fallbacks

কিন্তু, এরমধ্যেই টরেন্টে ছবির সেন্সর্ড ভার্সন লিক হয়ে যাওয়ায় ভীষণভাবেই হতাশ ছবির প্রযোজক থেকে পরিচালক, সেইসঙ্গে কুশীলবরা।

Read More