Home> বিনোদন
Advertisement

Urfi Javed Video: ‘দেখুন, কেন আমি নগ্ন থাকি?’ প্রমাণ সহ ভিডিয়ো পোস্ট উর্ফির

Urfi Javed Video: কখন সেফটিপিন, কখনও সেলোটেপ, কখনও আবার কাগজ দিয়েই নিজের পোশাক বানিয়ে নেন উর্ফি। সেই পোশাক পরে নানা ইভেন্টে গিয়ে বিপত্তিতেও পড়েন অভিনেত্রী। উর্ফি নিজেই জানিয়েছিলেন যে, তাঁর পোশাক তিনি নিজেই ডিজাইন করেন। কিন্তু কেন এত খোলামেলা পোশাক পরেন তিনি?

Urfi Javed Video: ‘দেখুন, কেন আমি নগ্ন থাকি?’ প্রমাণ সহ ভিডিয়ো পোস্ট উর্ফির

Urfi Javed, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উর্ফি জাভেদ, নামটা শুনলেই মনে পড়ে যায় তাঁর হরেক রকম ফ্যাশনেবল ড্রেসের কথা। তাঁর ফ্যাশন সেন্স নিয়ে অবশ্য নানা রকমের মতামত রয়েছে। খোলামেলা পোশাক তো দূরের কথা, প্রায়শই তিনি কাপড়ই রাখেন না শরীরে। কখন সেফটিপিন, কখনও সেলোটেপ, কখনও আবার কাগজ দিয়েই নিজের পোশাক বানিয়ে নেন উর্ফি। সেই পোশাক পরে নানা ইভেন্টে গিয়ে বিপত্তিতেও পড়েন অভিনেত্রী। উর্ফি নিজেই জানিয়েছিলেন যে, তাঁর পোশাক তিনি নিজেই ডিজাইন করেন। কিন্তু কেন এত খোলামেলা পোশাক পরেন তিনি? তা নিজেই জানালেন অভিনেত্রী।

আরও পড়ুন- Aindrila Sharma: মৃত্যুর দেড় মাস পর হঠাৎ ঐন্দ্রিলা শর্মার প্রোফাইল থেকে ভিডিয়ো পোস্ট...

সম্প্রতি একটি ছবি পোস্ট করেন উর্ফি। সেখানে দেখা যায় উর্ফির পা ভর্তি অ্যাালর্জি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘কারোর শীতকালে এই অ্যালার্জি হয়?’ এরপর ফের একটি ভিডিয়ো পোস্ট করেন উর্ফি। সেই ভিডিয়োতেই উর্ফি জানান যে, তাঁর আসলে কাপড়ে অ্যালার্জি। উলের পোশাক পরেই তাঁর সারা শরীর ভরে গেছে অ্যালার্জিতে। উর্ফি বলেন, ‘আমার সত্যিই কাপড়ে আল্যার্জি। অতএব এবার তোমরা বুঝতে পারছ, কেন আমি কাপড় পরি না। আমার সিরিয়াস কন্ডিশন। কাপড় গায়ে দিলেই আমার শরীরে এর প্রতিক্রিয়া শুরু হয়। এটাই তার প্রমাণ। সেই কারণেই আমি নগ্ন থাকতেই পছন্দ করি’।

আরও পড়ুন- Pori Moni| Sariful Razz: দাম্পত্য কলহে ইতি! শরিফুল রাজের সঙ্গে বিদেশ পাড়ি পরীমণির

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে, জাভেদ আখতারের সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছেন উর্ফি। নিজের পোশাকের জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন উর্ফি। ছবিতে তাঁকে একটি নীল ওভারকোট পরে দেখা গিয়েছে। অন্যদিকে জাভেদ কালো শালের সঙ্গে ধূসর কুর্তা পরেছিলেন। ছবিতে দুজনকেই হাসিমুখে ক্যামেরার দিকে পোজ দিতে দেখা গিয়েছে। ক্যাপশনে উর্ফি লিখেছেন, ‘অবশেষে আজ আমার ঠাকুরদার সঙ্গে দেখা হয়েছে। এছাড়াও তিনি একজন কিংবদন্তি, ঠিক সকালে অনেক লোক সেলফির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি কাউকে প্রত্যাখ্যান করেননি, হাসিমুখে সবার সাথে কথা বলেছেন। তিনি খুব আন্তরিক ছিলেন! আমি আপ্লুত’। তিনি তাঁর ক্যাপশনে গোলাপ, হাসি এবং হৃদয়ের ইমোজি যোগ করেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More