Home> বিনোদন
Advertisement

কথা জড়িয়ে যাচ্ছে ঊর্বশীর, আক্রমণের মুখে বলিউড অভিনেত্রী

পালটা কোনও মন্তব্য করেননি ঊর্বশী রউতেলা 

কথা জড়িয়ে যাচ্ছে ঊর্বশীর, আক্রমণের মুখে বলিউড অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন : ফিল্মফেয়ারের অনুষ্ঠানে লাল রঙের গাউন পরে নেটিজেনদের হাসির খোরাক হয়েছেন (Urvashi Rautela) ঊর্বশী রউতেলা। সেই উর্বশীকে নিয়ে এবার ফের জোর চর্চা শুরু হয়ে গেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। যেখানে ভ্য়ালেন্টাইনস ডে উপলক্ষে দিল্লির  মেয়েদের নিয়ে কটাক্ষ করতে বসেন বলিউডের এই অভিনেত্রী। ঊর্বশীর ওই ভিডিয়ো দেখে, ফের তাঁকে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। 

আরও পড়ুন  :  সানি লিওনকে দেখে হুঁশ হারালেন! ৭৪-এর কবীর বেদী কি করলেন জানেন?
কেউ বলতে শুরু করেন, ভ্যালেন্টাইনস ডে-তে কি একাই রয়ে গেলেন ঊর্বশী! আবার কেউ বলতে শুরু করেন, (Bollywood) বলিউড অভিনেত্রী কি পানাসক্ত হয়ে লাইভ করতে বসেছেন! যদিও নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি ঊর্বশী রউতেলা।
দেখুন কী বললেন অভিনেত্রী...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

সম্প্রতি কালো পোশাকে নেটিজেনদের আকরমণের মুখে পড়েন ঊর্বশী। এই ধরনের পোশাক পরার জন্য ক্রিকেটার ঋষভ পন্থ তাঁর মোবাইল নম্বর ব্লক করে দিয়েছেন বলেও কটাক্ষ করতে শুরু করেন অনেকে।

fallbacks
তবে শুধু উর্বশী নন, নেকলাইন ও হাই স্লিট পোশাকের জন্য এর আগে কটাক্ষের মুখে পড়তে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, (Nusrat Barucha) নুসরচত বারুচা-দের। সেই তালিকা থেকে সম্প্রতি বাদ পড়েনি বলিউডের এঅই অভিনেত্রীর নামও।

Read More